জর্জ কারাগন (সেপ্টেম্বর ১৬, ১৯৬৫ – জুলাই ২০, ১৯৯৫) ছিলেন একজন আমেরিকান কমিক বই লেখক এবং সম্পাদক। তিনি পেন্টহাউস কমিক্স -এর সহ প্রতিষ্ঠাতা হিসেবে বিখ্যাত ছিলেন। তিনি টাইমস স্কয়ার এর ম্যারিয়ট মার্কুইস হোটেলের ৪৫তম তলা থেকে লাফ দিয়ে আত্নহত্যা করেন।

জর্জ স্কট কারাগন
জন্মসেপ্টেম্বর ১৬, ১৯৬৫ (1965-09-16)
মৃত্যু২০ জুলাই ১৯৯৫(1995-07-20) (বয়স ২৯)
নিউইয়র্ক
জাতীয়তাআমেরিকান
ক্ষেত্রলেখক, Editor
উল্লেখযোগ্য কাজ
পেন্টহাউস কমিক্স

জীবনের প্রথমার্ধ সম্পাদনা

জর্জ কারাগন টেক্সাসের সান আন্তোনিওতে জন্মগ্রহণ করেছিলেন, তিনি আলেকজান্ডার কারাগন (লেখক/স্থপতি) এবং অ্যালিস কারাগনের একমাত্র পুরুষ সন্তান। তাঁর এক ভাইবোন এবং অ্যালিস কারাগন নামে এক ভাগ্নী ছিলেন, যিনি ৪ ফেব্রুয়ারি ১৯৯৪ সালে জন্মগ্রহণ করেছিলেন। [১]

ক্যারিয়ার সম্পাদনা

মৃত্যু সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Caragonne, George (Ed.; July/August 1994). "Who's Who in Penthouse Comix", Penthouse Comix #2, p 4.

বহিঃসংযোগ সম্পাদনা

জর্জ কারাগন — কমিকবুক ডেটাবেজ