জমাদার কিস্কু

সাঁওতালি সাহিত্যিক

জমাদার কিস্কু পশ্চিমবঙ্গের একজন সাঁওতালি সাহিত্যিক। তিনি ২০১৪ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।

জমাদার কিস্কু
জন্ম১৯৪৯
জাতীয়তাভারতীয়
পেশালেখক

জীবনী সম্পাদনা

জমাদার কিস্কু ১৯৪৯ সালে বর্ধমানে জন্মগ্রহণ করেন।[১] তিনি কলকাতার খেরওয়াল অপেরায় সাঁওতালি ভাষার নাটক লেখা, অভিনয় ও পরিচালনার সাথে যুক্ত আছেন। সাঁওতালি ভাষার সাহিত্য সাময়িকী তাপাল এর সম্পাদক। তিনি হুগলিতে বসবাস করেন।

জমাদার কিস্কু ২০১৪ সালে তার রচিত মালা মুদাম নাটকের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Twenty-four Indian languages, 24 literary prizes that more people should know about"Scroll.in। ১৫ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৯ 
  2. "AKADEMI AWARDS (1955-2018)"Sahitya Akademi। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৯