জন ফার্থ

ইংরেজ ক্রিকেটার

জন ডিওয়েস এভলিন ফার্থ (ইংরেজি: John Firth; জন্ম: ২১ ফেব্রুয়ারি, ১৯০০ - মৃত্যু: ২১ সেপ্টেম্বর, ১৯৫৭) নটিংহামে জন্মগ্রহণকারী বিখ্যাত প্রথম-শ্রেণীর ইংরেজ ক্রিকেট তারকা ছিলেন। নটিংহ্যামশায়ার ক্রিকেট ক্লাবের পক্ষে প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন। দলে মূলতঃ লেগ ব্রেক ও গুগলি বোলিং করতেন ‘বাজ ফার্থ’ ডাকনামে পরিচিত জন ফার্থ

জন ফার্থ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
জন ডিওয়েস এভলিন ফার্থ
জন্ম(১৯০০-০২-২১)২১ ফেব্রুয়ারি ১৯০০
নটিংহাম, ইংল্যান্ড
মৃত্যু২১ সেপ্টেম্বর ১৯৫৭(1957-09-21) (বয়স ৫৭)
উইনচেস্টার কলেজ, হ্যাম্পশায়ার
ডাকনামবাজ ফার্থ
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনলেগ ব্রেক ও গুগলি
ভূমিকাবোলার
ঘরোয়া দলের তথ্য
বছরদল
নটিংহ্যামশায়ার
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯

প্রথম বিশ্বযুদ্ধকালীন উইনচেস্টার কলেজে ক্রিকেটার হিসেবে আবির্ভূত হন। এরপর ইংল্যান্ড চার্চের যাজকের দায়িত্ব পালন করেছিলেন।

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

লেগ ব্রেক ও গুগলি বোলার ছিলেন জন ফার্থ। ১৯১৭ সালে এটন কলেজের বিপক্ষে ৪১ রানের বিনিময়ে ১০ উইকেট লাভ করে সকলকে বিস্ময়াভিভূত করেন। ১৯১৭ সালে কোন প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলা অনুষ্ঠিত না হবার দরুণ পাঁচজন পাবলিক বিদ্যালয়ের বোলারকে উইজডেন বর্ষসেরা ক্রিকেটারের সম্মাননায় তাকেও রাখা হয়েছিল।[১]

সমগ্র খেলোয়াড়ী জীবনে তিনি মাত্র চারটি প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন। দুইবার অক্সফোর্ড ও দুইবার নটিংহ্যামশায়ারের পক্ষে খেলেছিলেন জন ফার্থ।[২]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

উইনচেস্টার কলেজের শিক্ষক ও যাজকের দায়িত্বে নিয়োজিত ছিলেন। বিদ্যালয়েকে ঘিরে বেশকিছু পুস্তক রচনা করে গেছেন তিনি। তখন তার ডাকনাম ছিল বাজ ফার্থ। এরপর তিনি টেম্পল মাস্টার হিসেবে মনোনীত হন। মৃত্যুকালীন উইনচেস্টার ক্যাথেড্রালে নৈতিক আদর্শরূপ এমেরিটাস ছিলেন।[১]

২১ সেপ্টেম্বর, ১৯৫৭ তারিখে ৫৭ বছর বয়সে হ্যাম্পশায়ারের উইনচেস্টার কলেজে জন ফার্থের দেহাবসান ঘটে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Wisden: Obituaries in 1957"। www.espncricinfo.com। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৩ 
  2. "Player Profile: John Firth"। CricketArchive। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৩ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা