জন এন্টউইসল (রাজনীতিবিদ)

জন এন্টউইসল (বা এন্টউইসল, ১৬ আগস্ট ১৭৮৪ – ৫ এপ্রিল ১৮৩৭) একজন ব্রিটিশ রাজনীতিবিদ ছিলেন।

এন্টউইসল ল্যাঙ্কাশায়ারের ফক্সহোলে থাকতেন। তিনি দক্ষিণ ল্যাঙ্কাশায়ার কনজারভেটিভ অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি ছিলেন।[১] তিনি ১৮২৪ সালে ল্যাঙ্কাশায়ারের উচ্চ শেরিফ হিসেবে দায়িত্ব পালন করেন।[২]

এন্টউইসল ১৮৩০ সালের ইউকে সাধারণ নির্বাচনে নারেসবোরোতে টোরিদের পক্ষে ব্যর্থ হন, [২] এবং তারপর ১৮৩২ সালের ইউকে সাধারণ নির্বাচনে রচডেল । তিনি ১৮৩৫ সালে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নতুন কনজারভেটিভ পার্টির হয়ে রচডেল জয়ী হন, ১৮৩৭ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Stenton, Michael (১৯৭৬)। Who's Who of British Members of Parliament। Harvester Press। পৃষ্ঠা 129। আইএসবিএন 0855272198  উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "stenton" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে
  2. Rose, Josiah (১৮৮১)। Lancashire and Cheshire historical & genealogical notes  উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "rose" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে