জগদীশ রাজ

ভারতীয় অভিনেতা

জগদীশ রাজ খুরানা (১৯২৮ – ২৮ জুলাই ২০১৩) ছিলেন একজন ভারতীয় অভিনেতা। তিনি একজন বলিউড অভিনেতা, যিনি সবচেয়ে বেশি টাইপ-কাস্ট অভিনেতা হওয়ার জন্য গিনেস বিশ্ব রেকর্ড ধারণ করেছিলেন।[১] তিনি ১৪৪টি চলচ্চিত্রে পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় অভিনয় করেছিলেন।[২]

জগদীশ রাজ
জন্ম
জগদীশ রাজ খুরানা

১৯২৮
মৃত্যু২৮ জুলাই ২০১৩
(বয়স ৮৪-৮৫)
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৫৪-২০০৪
সন্তানঅনিতা রাজ, রূপা মালহোত্রা, ববি রাজ

প্রারম্ভিক জীবন ও কর্মজীবন সম্পাদনা

তিনি ১৯২৮ সালে ব্রিটিশ ভারতের সারগোদা শহরে জন্মগ্রহণ করেন, যা এখন পাকিস্তানে রয়েছে। তার মেয়ে অনিতা রাজও একজন বলিউড অভিনেত্রী।

বলিউডের বিভিন্ন চলচ্চিত্রে ১৪৪ বার পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করার রেকর্ড ছিল জগদীশ রাজের। জগদীশ রাজ সর্বাধিক টাইপ-কাস্ট অভিনেতা হওয়ার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও গড়েছেন।[৩] তিনি ১৪৪টি চলচ্চিত্রে পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় অভিনয় করেছেন।

তার অভিনীত জনপ্রিয় কিছু চলচ্চিত্রের মধ্যে রয়েছে দিওয়ার, ডন, শক্তি, মজদুর, ইমান ধরম, গোপীচাঁদ জাসুস, সিলসিলা, আয়না এবং বেশরম। তিনি নামচিন (১৯৯১) চলচ্চিত্রে আদিত্য পঞ্চোলি'র বাবার চরিত্রে অভিনয় করেছিলেন। যদিও রাজ মাঝেমধ্যে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন এবং কয়েকবার একজন বিচারকের ভূমিকায় অভিনয় করেছেন, তবে তিনি একজন পুলিশ অফিসার হিসেবে রেকর্ড ১৪৪ বার অভিনয় করার জন্য সর্বাধিক পরিচিত ছিলেন। শফি ইনামদারের পরে তিনি সর্বকালের সবচেয়ে স্মরণীয় পুলিশ সদস্যের লিম্কা বুক অফ রেকর্ডস রেকর্ড করেছেন।[৪]

মৃত্যু সম্পাদনা

রাজ ২৮ জুলাই ২০১৩-এ শ্বাসকষ্টজনিত অসুস্থতার কারণে ৮৫ বছর বয়সে তার জুহু'র বাসভবনে মারা যান।[৫] তার দুই মেয়ে অনিতা রাজ ও রূপা মালহোত্রা এবং ববি নামে এক ছেলে রয়েছে।[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Guiness world record holder Jagdish Raj passes away, Bollywood mourns"Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২০১৩-০৭-২৯। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১৭ 
  2. "Jagdish Raj: A life in khaki"NDTV.com। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১৭ 
  3. "Guiness world record holder Jagdish Raj passes away, Bollywood mourns"Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২০১৩-০৭-২৯। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১৭ 
  4. "This Yesteryear Bollywood Artist Holds Guinness World Record For 'The Most Type-cast Actor'"News18 (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৯-১৫। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১৭ 
  5. "Bollywood actor Jagdish Raj dies at 85"BBC News (ইংরেজি ভাষায়)। ২০১৩-০৭-২৯। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১৭ 
  6. "Anita Raj pays her last respects to her father Jagdish Raj in Mumbai, on July 28, 2013."photogallery.indiatimes.com। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা