চৌধুরী আব্দুস সালাম

চৌধুরী আব্দুস সালাম (উর্দু: چودھری عبدالسلام) পাঞ্জাবের বার কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান । তিনি এই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তিনি ফয়সালাবাদ থেকে বার বার কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচিত হন। [১][২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Misbehaviour: SC laments Punjab lawmakers' attitude"। ৪ ফেব্রুয়ারি ২০১৫। 
  2. "Randhawa loses PBBC election"। ২৩ নভেম্বর ২০১৪।