চৌডালা ইউনিয়ন

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার একটি ইউনিয়ন

চৌডালা ইউনিয়ন গোমস্তাপুর উপজেলার একটি প্রশাসনিক এলাকা। কালের স্বাক্ষী বহনকারী মহানন্দা নদীর তীরে গড়ে ওঠা গোমস্তাপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো চৌডালা ইউনিয়ন।

চৌডালা
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাচাঁপাইনবাবগঞ্জ জেলা
উপজেলাগোমস্তাপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট১৪.৭০ বর্গকিমি (৫.৬৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১[১])
 • মোট৩০,২৮৮
 • জনঘনত্ব২,১০০/বর্গকিমি (৫,৩০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

অবস্থান ও আয়তন সম্পাদনা

চৌডালা ইউনিয়ন এর দক্ষিণে মহানন্দা নদী এবং পশ্চিমে ভারত অবস্থিত। এর আয়তন – ১৪.৭০ (বর্গ কিঃ মিঃ)।

শিক্ষা সম্পাদনা

শিক্ষার হার – ৪৯%। এর মধ্যে সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮টি,

* বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,

* উচ্চ বিদ্যালয়ঃ ৪ টি:-

১. চৌডালা দ্বিমূথী উচ্চ বিদ্যালয়।

২. চৌডালা বালিকা উচ্চ বিদ্যালয়।

৩. বসনীটোলা উচ্চ বিদ্যালয়

৪. বসনীটোলা বালিকা উচ্চ বিদ্যালয়।

* মাদ্রাসা- ৩টি:-

১. চৌডালা দাখিল মাদ্রাসা।

২. নন্দলালপুর দাখিল মাদ্রাসা।

৩. সাহেবগ্রাম মহিলা দাখিল মাদ্রাসা।

* কলেজ ১টি:-

১. চৌডালা জোহুর আহমেদ মিঞা কলেজ।[২]

প্রশাসনিক ব্যবস্থা সম্পাদনা

এটি মোট ১৯ টি গ্রাম এবং ৫ টি মৌজার সমন্বয়ে গঠিত।[৩]

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. আদমশুমারী ২০১১ প্রতিবেদন।
  2. ২০০১ এর শিক্ষা জরীপ
  3. "এক নজরে"। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ সম্পাদনা