চুয়াক হল ঐতিহ্যবাহী ত্রিপুরি রাইস-বিয়ার যা উত্তর-পূর্ব ভারতে জনপ্রিয়। পানিতে চাল গাঁজে এটি তৈরি করা হয়।[১] এটি সাধারণত একটি আচার হিসাবে যে কোনও ত্রিপুরী অনুষ্ঠানের সামাজিক অনুষ্ঠানে মাতাল হয়। ঐতিহ্যবাহী ত্রিপুরী পরিবারে যেকোনো অনুষ্ঠানে বা উদযাপনে গ্রামের প্রবীণদের চুয়াক দেওয়া হয়।

চুয়াক
ধরনবিয়ার
উৎপত্তিস্থলভারত
অঞ্চল বা রাজ্যত্রিপুরা
প্রধান উপকরণচাল, পানি

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Tripura: Food Habit - Tripura Tourism"gov.in। National Portal of India। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২১