চুনারুঘাট ইউনিয়ন

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার একটি ইউনিয়ন

চুনারুঘাট ইউনিয়ন বাংলাদেশর সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার একটি প্রশাসনিক এলাকা।[১][২]

চুনারুঘাট
ইউনিয়ন
চুনারুঘাট সিলেট বিভাগ-এ অবস্থিত
চুনারুঘাট
চুনারুঘাট
চুনারুঘাট বাংলাদেশ-এ অবস্থিত
চুনারুঘাট
চুনারুঘাট
বাংলাদেশে চুনারুঘাট ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°১৩′৫৪.০০১″ উত্তর ৯১°৩০′৩৩.৯৯৮″ পূর্ব / ২৪.২৩১৬৬৬৯৪° উত্তর ৯১.৫০৯৪৪৩৮৯° পূর্ব / 24.23166694; 91.50944389 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাহবিগঞ্জ জেলা
উপজেলাচুনারুঘাট উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • ইউপি চেয়ারম্যানসৈয়দ লিয়াকত হাসান
আয়তন
 • মোট২০.৩৭ বর্গকিমি (৭.৮৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২১,২৩৬
 • জনঘনত্ব১,০০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৩১.৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৩২০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৩৬ ২৬ ১৯
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

অবস্থান ও সীমানা সম্পাদনা

রেলপথ সম্পাদনা

হবিগঞ্জ বাজার–শায়েস্তাগঞ্জ–বাল্লা রেলপথ

উপনবেশিক বৃটিশ শাসন আমলে তৎকালীন (অবিভক্ত বৃটিশ-ভারতের) আসাম প্রভেন্সির সিলেট জেলার হবিগঞ্জ মহুকুমায় রেলপথে ট্রেন চলাচল শুরু হয়। বৃটিশ সরকার ১৯২৮ সালে হবিগঞ্জ বাজার-শায়েস্তাগঞ্জ-বাল্লা রেলপথ নির্মাণ করে গড়ে তুলে অবকাঠামো।[৩] ২০০৩ সালে এ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।[৩]

শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ রেলপথ সেকশনে চারটি রেলওয়ে স্টেশন আসাম বেঙ্গল রেলওয়ে দ্বারা প্রতিষ্ঠিত হয় ১৯২৮ সালে।

শায়েস্তাগঞ্জ জংশন

বি.দ্র.: শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন ১৯০৩ সালে আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃক প্রতিষ্ঠিত হয়। ১৯২৮-২৯ সালে হবিগঞ্জ বাজার-শায়েস্তাগঞ্জ-বাল্লা রেলপথ সংযোগ ফাঁড়ি যোগাযোগ চালু হলে এটি জংশন রেলওয়ে স্টেশনে পরিণত হয়।

শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট রেলপথ সেকশনে সাতটি রেলওয়ে স্টেশন আসাম বেঙ্গল রেলওয়ে দ্বারা প্রতিষ্ঠিত হয় ১৯২৯ সালে।

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

আয়তন: ২০.৩৭ ব: কি: মি:। জনসংখ্যা ২৪৫৫২ জন (পুরুষ-১২,৫৪১ জন ও মহিলা-১২,০১১ জন)

প্রশাসনিক এলাকা সম্পাদনা

এই ইউনিয়নটি নিন্মলিখিত গ্রাম নিয়ে গঠিত:

  • তেলিউত্তা
  • গোগাউড়া
  • শাইলগাছ
  • নুরমোহাম্মদপুর
  • হাবিবপুর
  • কাটাখিলা
  • দক্ষিন নরপতি
  • ফুলবাড়ী
  • মুখিপুর
  • মধ্য নরপতি
  • উত্তর নরপতি
  • জাজিউতা
  • মুড়ারবন্দ
  • ঘরগাঁও
  • চুরতা
  • মিরেরপাড়া
  • শিরীকান্দী
  • হাসারগাঁও
  • গোলগাঁও
  • চৌপট
  • জিকুয়া
  • শেখেরগাঁও
  • করিমপুর
  • রামশ্রী
  • আলাপুর

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

দর্শনীয় স্থান সম্পাদনা

  • মুড়ারবন্দ গ্রামে রয়েছে সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিনের মাজার শরীফ, যা পূর্ব-পশ্চিমে শায়িত।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "চুনারুঘাট ইউনিয়ন"chunarughatup.habiganj.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২২ 
  2. "চুনারুঘাট উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২২ 
  3. "হাজার কোটি টাকার সরকারি সম্পদ লুট"mzamin.com। ৩১ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ২০২২-১০-২৫