চিফ কমিশনারের প্রদেশ

চিফ কমিশনারের প্রদেশ বলতে ব্রিটিশ ভারতের মধ্য-স্তরের ও ছোটো প্রদেশগুলোকে বোঝায়। এগুলো একজন (লেফটেন্যান্ট-)গভর্নরের লেফটেন্যান্ট গভর্নরের সরাসরি নিয়ন্ত্রণে না থেকে প্রধান কমিশনার কর্তৃক শাসিত হতো।

ক্যাবিনেট মিশন প্ল্যানের সময় প্রতিটি প্রধান কমিশনার প্রদেশ থেকে গণপরিষদের জন্য ৪ জন সদস্য পাঠানোর কথা ছিল।