চিত্রা সোমন

ভারতীয় অ্যাথলেট

চিত্রা কুলাথুমুরিয়েল সোমান (জন্ম ১০ই জুলাই ১৯৯৩) কেরালার কোট্টায়ামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা কোট্টায়ামের এবং তাঁর মা কেরালার কাঞ্জিরাপল্লির বাসিন্দা ছিলেন।

চিত্রা কে. সোমান
ব্যক্তিগত তথ্য
জাতীয়তাভারতীয়
জন্ম (1983-07-10) ১০ জুলাই ১৯৮৩ (বয়স ৪০)
ক্রীড়া
ক্রীড়াট্র্যাক অ্যান্ড ফিল্ড
বিভাগস্প্রিন্ট
সাফল্য ও খেতাব
ব্যক্তিগত সেরা২০০ মি: ২৪.৭৪ (দোহা ২০০৬)
৪০০ মি: ৫১.৩ (চেন্নাই ২০০৪)
৪০ মি হার্ডলস: ৫৭.৭০ (লুধিয়ানা ২০০৫)

খেলোয়াড় জীবন সম্পাদনা

চিত্রা একজন ভারতীয় স্প্রিন্টার যিনি ৪০০ মিটার দৌড়ে বিশেষজ্ঞ। ২০০৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে, সত্তি গীতা, কে এম বীণামল এবং রাজবিন্দর কৌরের সাথে ৪ x ৪০০ মিটার রিলে দৌড়ে চিত্রারা সপ্তম স্থানে শেষ করেছিলেন। এই দলটিতে হিটে গীতার পরিবর্তে মনজিত কৌর যখন দৌড়েছিলেন, তখন তাঁদের সময় হয়েছিল ৩:২৬.৮৯ মিনিট, যেটি ছিল একটি জাতীয় রেকর্ড।[১] ২০০৬ কমনওয়েলথ গেমসে চিত্রা ভারতীয় দলের হয়ে দৌড়েছিলেন এবং তাঁরা রৌপ্য পদক জিতেছিলেন। ২০০৭ সালের ২৩শে জুন গুয়াহাটিতে অনুষ্ঠিত এশীয় গ্র্যান্ড প্রিক্স সিরিজে চিত্রা সোমান ৪০০ মিটার দৌড়ে স্বর্ণপদক জিতেছিলেন। ২০০৭ সালের ২৭শে জুন পুনেতে অনুষ্ঠিত এশীয় গ্র্যান্ড প্রিক্স সিরিজে তিনি আবার স্বর্ণ পদক প্রাপ্ত হন।[২] ২০০৭ সালের জুলাই মাসে আম্মানে অনুষ্ঠিত এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা ৪ × ৪০০ মিটার রিলে দলকে তিনি সোনা জেতায় নেতৃত্ব দিয়েছিলেন।[৩] ২০০৮ সালে, ফেব্রুয়ারি মাসে দোহায় অনুষ্ঠিত অ্যাথলেটিকসে তৃতীয় এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলাদের ৪ × ৪০০ মিটার রিলে দলের হয়ে আরেকটি জয়ের চিত্রা আবারও তাঁর দলকে নেতৃত্ব দেন।[৪] [৫]

৪০০ মিটার দৌড়ে তাঁর ব্যক্তিগত সেরা সময় হল ৫১.৩০ সেকেন্ড, এটি তিনি অর্জন করেছিলেন ২০০৪ সালের জুন মাসে চেন্নাইতে

ব্যক্তিগত জীবন সম্পাদনা

ভারতের অলিম্পিয়ান স্প্রিন্টার চিত্রা কে সোমান কোট্টায়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে সিডনিতে কর্মরত পরিবেশগত প্রকৌশলী শচীন লালের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[৬]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Commonwealth All-Time Lists (Women)" 
  2. "Chitra K. SOMAN | Profile | World Athletics"www.worldathletics.org। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-০৭ 
  3. "Chitra K. SOMAN | Profile | World Athletics"www.worldathletics.org। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-০৭ 
  4. "MEDAL WINNERS OF ASIAN GAMES"। Athletics Federation of India। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২১ 
  5. "இந்திய விளையாட்டு வீராங்கனைகள் இதுவரை வென்றுள்ள பதக்கங்கள் எத்தனை?"। BBC Tamil। ২৫ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২১ 
  6. "Chitra K Soman ties knot with a Sydney-based engineer | Athletics News"NDTVSports.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-০৭ 

বহিঃসংযোগ সম্পাদনা