চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী কৌতুক-নাট্যধর্মী চলচ্চিত্র

চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া হচ্ছে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী কৌতুকধর্মী-নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন উত্তম আকাশশাপলা মিডিয়া ব্যানারে প্রযোজনা করেছেন সেলিম খান। চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খানশবনম বুবলি[৩] এবং মৌসুমী, ওমর সানী, কাজী হায়াৎ, সাদেক বাচ্চু, ডিজে সোহেল, মারুফ খান সহ অন্যান্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।[৪][৫][৬][৭]

চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া
চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া চলচ্চিত্রের পোস্টার
পরিচালকউত্তম আকাশ
প্রযোজকসেলিম খান
রচয়িতাউত্তম আকাশ
শ্রেষ্ঠাংশে
সুরকার
সম্পাদকএ. রাহিম
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকশাপলা মিডিয়া
মুক্তি
  • ১৬ জুন ২০১৮ (2018-06-16) (বাংলাদেশ)
[১][২]
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

কাহিনি সংক্ষেপ সম্পাদনা

চলচ্চিত্রটিতে শাকিব খানকে দেখা যাবে চট্টগ্রামের এক যুবকের ভূমিকায়। অন্যদিকে নোয়াখালী অঞ্চলের তরুণীর চরিত্রে অভিনয় করেছেন বুবলি। এর প্রথম দিকে শাকিব-বুবলির মাঝে দা-কুমড়া সম্পর্ক থাকলেও; এক সময়ে তা রূপ নেয় প্রণয়ে। কিন্তু প্রণয়কে পরিণয়ে রূপ দিতে গেলে বাঁধে বিপত্তি। দুজনের সম্পর্ক মেনে নিতে আপত্তি জানায়; পরিবারের কর্তারা। কীভাবে সেই বাঁধা অতিক্রম করে শাকিব আর বুবলি; সেটিই দেখা যাবে; চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া চলচ্চিত্রে।

অভিনয় সম্পাদনা

প্রযোজনা সম্পাদনা

২০১৭ সালের ৬ অক্টোবর বিএফডিসিতে চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া চলচ্চিত্রের চিত্রগ্রহণ শুরু হয়। চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, ময়মনসিংহ ও থাইল্যান্ডের বিভিন্ন স্থানে চলচ্চিত্রটির দৃশ্যের চিত্র ধারণ করা হয়। ২০১৮ সালের এপ্রিলে চলচ্চিত্রটির নির্মাণ কাজ সম্পন্ন হয়।[৮][৯][১০]

সঙ্গীত সম্পাদনা

চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া
আকাশ, রাফাত
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ২০১৮
স্টুডিওশাপলা মিডিয়া
ঘরানাচলচ্চিত্রের সঙ্গীত
দৈর্ঘ্য১৫:৩৬
ভাষাবাংলা
সঙ্গীত প্রকাশনীশাপলা মিডিয়া
প্রযোজকআকাশ, রাফাত
চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া থেকে একক গান
  1. "চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া"
    মুক্তির তারিখ: ১৪ মে ২০১৮
  2. "গোলাপি গোলাপি"
    মুক্তির তারিখ: ৩০ মে ২০১৮
  3. "কেন আজকাল"
    মুক্তির তারিখ: ১০ জুন ২০১৮
  4. "সুপার হিরোইন"
    মুক্তির তারিখ: ১৩ জুন ২০১৮
আকাশ কালক্রম
আমি মুখ্যমন্ত্রী হবো
(২০১৮)
চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া
(২০১৮)
সুপার হিরো
(২০১৮)
রাফাত কালক্রম
চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া
(২০১৮)
গানের তালিকায়ন
নং.শিরোনামগীতিকারসুরকারসংগীতশিল্পীদৈর্ঘ্য
১."চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া"সুদীপ কুমার দীপরাফাতরাফাত ও ঐশী৪:৫৫
২."গোলাপি গোলাপি"প্রিয় চট্টোপাধ্যায়আকাশআকাশ ও তনুজা৩:০২
৩."কেন আজকাল"রবিউল ইসলাম জীবনআকাশআকাশ৪:১৬
৪."সুপার হিরোইন"   ৪:২৩
মোট দৈর্ঘ্য:১৫:৩৬ মিনিট

বাজারজাতকরণ ও মুক্তি সম্পাদনা

চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া ২০১৮ সালের ২৩ মার্চ মুক্তির কথা থাকলেও, পরবর্তীতে শাকিব খানের ডাবিং বাকি থাকায় ও সেন্সর জটিলতায় পরে আর এটি মুক্তি দেয়া হয়নি।[৯] পরে, চলচ্চিত্রটি ২০ মে সেন্সর বোর্ডে প্রদর্শিত হলে কর্তৃপক্ষ এটিকে ছাড়পত্র দেওয়ার অনুমতি দেয়।[১১]

মুক্তি সম্পাদনা

চলচ্চিত্রটি ২০১৮ সালের ১৬ জুন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের ১৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়।[১২][১৩]

পুরস্কার সম্পাদনা

পুরস্কার আয়োজনের তারিখ বিভাগ মনোনীত ফলাফল
ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার ২১ অক্টোবর ২০১৯[১৪] শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী ঐশী (গান: "চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া") বিজয়ী

তথ্যসূত্র সম্পাদনা

  1. "দর্শক ধরে রাখা আমাদের দায়িত্ব"প্রথম আলো। ২০১৮-০৬-২৮। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৭ 
  2. "ঈদের সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে দর্শকদের উপচেপড়া ভিড়"বাংলা নিউজ ২৪। ২০১৮-০৬-১৬। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৭ 
  3. "ছবির দৃশ্যে বুবলী"এনটিভি অনলাইন। ২০১৯-০৪-৩০। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৭ 
  4. "'চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া' মুক্তি পাবে ২৩ মার্চ"Ekushey TV। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৯ 
  5. "'চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া' মুক্তি পাচ্ছে ২৩ মার্চ"Channel 24 (Bangla ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৯ 
  6. "ঈদে আসছে 'চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা'"বিডিনিউজ টোয়েন্টিফোর। ২০১৯-০৯-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৯ 
  7. "ঈদে রাফাতের নতুন গান 'দিবানিশি'"Jugantor। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৯ 
  8. "চট্টগ্রাম-নোয়াখালীর ভাষায় শাকিব-বুবলীর গান"চ্যানেল আই অনলাইন। ২০১৮-০৫-১২। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৭ 
  9. "মার্চে বড় পর্দায় স্থগিত শাকিব-বুবলীর ছবি"চ্যানেল আই অনলাইন। ২০১৮-০৩-১৬। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৭ 
  10. "শাকিবের 'গোলাপি' বুবলী"বাংলা নিউজ ২৪। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৭ 
  11. "ছাড়পত্রের অনুমতি পেল শাকিব-বুবলীর ঈদের ছবি"বাংলা নিউজ ২৪। ২০১৮-০৫-২০। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৭ 
  12. "বক্স অফিসের সুপার হিরো শাকিব খানই"ঢাকা টাইমস। ২০১৮-০৬-২০। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৭ 
  13. "যার গানে কোটিপতি শাকিব খান"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৭ 
  14. "প্রথম ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ঢাকায় চাঁদের হাট, পেলেন কারা? দেখে নিন..."এইসময়। ২২ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা