চাহারবাগ মাদ্রাসা

চাহারবাগ মাদ্রাসা বা চাহারবাগ স্কুল ( ফার্সি: مدرسه چهار باغ, প্রতিবর্ণীকৃত: Madreseye Chahār Bāgh 'চারটি উদ্যানের স্কুল ') যা মাদার-ই শাহ মাদ্রাসা নামেও পরিচিত ইরানের এসফাহনে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান।[১][২] এটি ১৭-১৮ শতাব্দীর নির্মিত স্থাপনা।[৩]

চাহারবাগ মাদ্রাসা
مدرسه چهار باغ
চাহারবাগ মাদ্রাসার গম্বুজ
অন্যান্য নাম
চাহারবাগ স্কুল
মাদার-ই শাহ মাদ্রাসা
ধরনমাদ্রাসা
প্রতিষ্ঠাতাসুলতান হোসেইন
ধর্মীয় অধিভুক্তি
ইসলাম
ঠিকানা,
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

মাদ্রাসাটি সাফাভিড সাম্রাজ্যের রাজা সুলতান হোসেইনের সময়ে নির্মিত হয়।[১][২] ধর্মতাত্ত্বিক এবং যারা এই জাতীয় বিজ্ঞানের প্রতি আগ্রহী তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য মাদ্রাসাটি নির্মাণ করা হয়েছে। বিদ্যালয়ের অর্থায়নের জন্য সুলতান হোসেইনের মা নিকটে একটি বিশাল হোটেল নির্মিত করেন।[২] যার আয়ের ভিত্তিতে এই প্রতিষ্ঠান পরিচালিত হত। শাহ আব্বাসের মূল রাজপথ থেকে মাদ্রাসার প্রবেশদ্বার পর্যন্ত পথটি সরাসরি একটি গম্বুজযুক্ত অষ্টভুজাকার চত্বরে নিয়ে যায়।

স্থাপত্য সম্পাদনা

গম্বুজ এবং প্রাচীরের বৃহত্তর অংশগুলো উজ্জ্বল হলুদ ইট দ্বারা আবৃত রয়েছে, যা স্বাচ্ছন্দ্যের অনুভূতি দেয়। সোনা এবং রৌপ্য দিয়ে প্রবেশদ্বারটি নির্মিত হয়েছে। ভবনের অভ্যন্তরে টাইলস-কাজগুলি কলা এবং শিল্পের অন্যতম নিদর্শন।[২] মাঝের উঠান ও পুকুর এবং বাগান, দুই স্তর বিশিষ্ট তোরণ দ্বারা বেষ্টিত হয়। উঠানটি থেকে প্রতিটি শিক্ষার্থীর ঘরে যাওয়া যায়।

চিত্রশালা সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

  • ইরানি স্থাপত্য
  • ফার্সি গম্বুজগুলির ইতিহাস

তথ্যসূত্র সম্পাদনা

  1. Javeri, Mohsen; Esots, Janis। "Chahār-bāgh, Madrasa"Encyclopaedia Islamica (ইংরেজি ভাষায়)। 
  2. AC (২০১৯-০৫-০৮)। "Chahar Bagh Complex"Isfahan Tourist Information (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৬ 
  3. "Madrasah-i Madar-i Shah"Archnet। সংগ্রহের তারিখ ২০২১-০১-০৭