চার্লস প্লামার

ব্রিটিশ ইতিহাসবেত্তা

চার্লস প্লামার (ইংরেজি: Charles Plummer), এফবিএ (১৮৫১–১৯২৭) ছিলেন একজন ইংরেজ ইতিহাসবিদ। তিনি স্যার জন ফোর্টেস্কের দ্য গভর্নেন্স অফ ইংল্যান্ড সম্পাদনা এবং ‘বাস্টার্ড ফিউডালিজম’ শব্দটি প্রবর্তনের জন্য সমধিক পরিচিত। প্লামার বিডের রচনা এবং দুই খণ্ডে সম্পূর্ণ ভাইটে স্যাংটোরাম হাইবারনি (১৯১০) সহ অসংখ্য আইরিশ ও হাইবারনো-লাতিন গ্রন্থ সম্পাদনা করেন।[১]

প্লামার জন আর্লের টু অফ দ্য স্যাক্সন ক্রনিকলস প্যারালাল (১৮৬৫) সম্পাদনা করেন এবং ১৮৯২ সালে টীকা, নির্ঘণ্ট ও শব্দকোষ সহ বইটির একটি সংশোধিত পাঠ প্রকাশ করেন। এই গ্রন্থে অ্যাংলো-স্যাক্সন ক্রনিকল-এর এ থেকে ই পর্যন্ত পাঠ সন্নিবেশিত হয়েছে।

১৯০১ সালে প্লামার ফোর্ড বক্তৃতা প্রদান করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Sharpe, Richard (১৯৯১)। Medieval Irish saints' lives: an introduction to Vitae Sanctorum Hiberniae। Oxford: Clarendon Press। আইএসবিএন 978-0-19-821582-0 

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:FBA 1924