চামারি আতাপাত্তু

শ্রীলঙ্কান প্রমিলা ক্রিকেটার

আতাপাত্তু মুদিয়ান্সেলাগে চামারি জয়াঙ্গানী (সিংহলি: චමරි අටපට්ටු; জন্ম: ৯ ফেব্রুয়ারি, ১৯৯০) গোকারেল্লা এলাকায় জন্মগ্রহণকারী শ্রীলঙ্কার বিশিষ্ট মহিলা ক্রিকেটার। শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। দলে তিনি মূলতঃ ব্যাটসম্যান। বর্তমানে তিনি শ্রীলঙ্কা ক্রিকেট দলের সহঃ অধিনায়কের দায়িত্ব পালন করছেন। এরপূর্বে নিয়মিত অধিনায়ক শশীকলা শ্রীবর্ধনে’র আঘাতজনিত কারণে স্বল্পকালের জন্য দলের অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন। ব্যাটিং উদ্বোধনে নেমে তিনি আক্রমণাত্মক ভঙ্গীমায় খেলে থাকেন চামারি আতাপাত্তু

চামারি আতাপাত্তু
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামআতাপাত্তু মুদিয়ান্সেলাগে চামারি জয়াঙ্গানী
জন্ম (1990-02-09) ৯ ফেব্রুয়ারি ১৯৯০ (বয়স ৩৪)
গোকারেল্লা, শ্রীলঙ্কা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক১৮ এপ্রিল ২০১০ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ ওডিআই১৩ জানুয়ারি ২০১৫ বনাম পাকিস্তান
টি২০আই অভিষেক১৫ জুন ২০০৯ বনাম ভারত
শেষ টি২০আই১৭ জানুয়ারি ২০১৫ বনাম পাকিস্তান
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৯–কুরুনেগালা যুব মহিলা ক্রিকেট ক্লাব
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০আই
ম্যাচ সংখ্যা ৩৮ ৪৪
রানের সংখ্যা ১২৩১ ৬৭৪
ব্যাটিং গড় ৩২.৩৯ ১৬.৪৩
১০০/৫০ ২/৮ ০/০
সর্বোচ্চ রান ১১১ ৪৬
বল করেছে ২৪ ২৪
উইকেট
বোলিং গড় ১৮.০০
ইনিংসে ৫ উইকেট -
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং - ১/১৩
ক্যাচ/স্ট্যাম্পিং ১২/- ৮/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো, ১০ অক্টোবর ২০১৫

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

২০১৩ সালের ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ড মহিলা দলের বিপক্ষে দ্রুত অর্ধ-শতক করে সবিশেষ কৃতিত্বের পরিচয় দেন চামারি আতাপাত্তু। ঐ খেলায় তার দল জয়লাভ করেছিল। তার নেতৃত্বে টুয়েন্টি২০ আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা দল জয় পায়।[১][২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Chamari Atapattu"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৪ 
  2. "Atapattu leads SL to series win"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৫ 

আরও দেখুন সম্পাদনা