চাঁদ মিনার বা চাঁদের টাওয়ার ভারতের দৌলতাবাদে অবস্থিত একটি মধ্যযুগীয় মিনার। মিনারটি মহারাষ্ট্র রাজ্যের দৌলতাবাদ-দেওগিরি দুর্গ প্রাঙ্গণের নিকটে অবস্থিত। রাজা আলাউদ্দিন বাহমনি ১৪৪৫ সালে দুর্গটি দখলের স্মরণে এই মিনারটি নির্মাণ করেন। দিল্লির কুতুব মিনারের সাথে মিল রেখে এবং এ থেকে অনুপ্রাণিত হয়ে মিনারটি নির্মাণ করা হয়।

চাঁদ মিনার
স্থানীয় নাম
মারাঠি: चांद मिनार
দৌলতাবাদ-দেওগিরি দুর্গ থেকে চাঁদ মিনার
অবস্থানরেনলিফ , মহারাষ্ট্র, ভারত
নির্মিত১৪৪৫ খ্রিস্টাব্দ
নির্মাণের কারণআইয়উদ্দিন বাহমণি
স্থাপত্যশৈলীপারস্য

চাঁদ মিনারটি দক্ষিণ ভারতের ইন্দো-ইসলামিক স্থাপত্যশৈলীর সেরা নমুনাগুলির একটি হিসাবে বিবেচিত হয়। মিনারটি ৪ তলাবিশিষ্ট এবং ৬৩ মিটার উঁচু। এটিতে ২৪ টি কক্ষ রয়েছে। মিনারের গোড়ায় একটি ছোট মসজিদ বা প্রার্থনা কক্ষ রয়েছে। যা পারস্যের নীল টাইলস দিয়ে সজ্জিত করা। মিনারটি ভারতীয় দেশীয় কিছু স্থাপত্য বৈশিষ্ট্যও প্রদর্শন করে যেমন দেত্তয়ালাগারগুলো তার বারান্দাগুলিকে ধরে রেখেছে।[১] মিনারটির উচ্চতা এমন যা দৌলতাবাদ দুর্গের প্রতিটি কোণ থেকে দেখা যায়।[২]

চিত্রশালা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. DESAI, ZIYAUD-DIN A. (২০১৬)। Indo-Islamic architecture। Publications Division Ministry of Information & Broadcasting। আইএসবিএন 9788123024066। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৮ 
  2. Desai, Salil (১৭ অক্টোবর ২০১৫)। "Fort of fatal surprises & deadly innovations"The Tribune। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৮