চর দারা জেলা

আফগানিস্তানের জেলা

চরদারা জেলা (ولسوالی چاردره; এছাড়াও পরিচিতি চাহার দারা, চাহার দারেহ অথবা চর দারেহ নামে) উত্তর আফগানিস্তানের কুন্দজ প্রদেশের সাতটি জেলার মধ্যে অন্যতম একটি জেলা। ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির দক্ষিণ-পশ্চিমে কুন্দুজ প্রদেশ এবং উত্তর-পশ্চিমের কালে-ই-জাল জেলা, উত্তর-পূর্বের কুন্দুজ জেলা, দক্ষিণ-পূর্ব আলী আবাদ জেলা, বাগলান প্রদেশ দক্ষিণে অবস্থিত এবং দক্ষিণ পশ্চিমে সামানগান প্রদেশ সীমানা ঘিরে রেখেছে।

চর দারা জেলা
Char Dara District

ولسوالی چاردره
জেলা
চর দারা জেলা Char Dara District আফগানিস্তান-এ অবস্থিত
চর দারা জেলা Char Dara District
চর দারা জেলা
Char Dara District
আফগানিস্তানে জেলাটির অবস্থান
স্থানাঙ্ক: ৩৬°৪১′৩৬″ উত্তর ৬৮°৪৮′০৫″ পূর্ব / ৩৬.৬৯৩৩° উত্তর ৬৮.৮০১৪° পূর্ব / 36.6933; 68.8014
দেশ আফগানিস্তান
প্রদেশকুন্দুজ প্রদেশ
সময় অঞ্চলআফগানিস্তান স্ট্যান্ডার্ড টাইম (ইউটিসি+৪:৩০)

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০০৬ সালের আদমশুমারীর আনুমানিক হিসাব অনুযায়ী, এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৬৫,১০০ জন, যার মধ্যে কুন্দুজ প্রদেশের প্রায় ৮% জনসংখ্যা অন্তর্ভুক্ত রয়েছে। এখানে জাতিগত সম্প্রদায় বলতে ৫৫% পশতু, ২৫% তাজিক, ১২% উজবেক এবং ৮% তুকিমান সম্প্রদায়ের লোক রয়েছে। এখানকার জনসংখ্যার প্রায় অধিকাংশই জেলা বা জেলাগুলিতে উত্তর-পশ্চিম অঞ্চলে বসবাস করে থাকে। এছাড়াও কুন্দুজ নদীর সাউথ-ওয়েস্ট ব্যাংক তীর বরাবর অবস্থান করছে। এখানকার জমি চাষাবাদযোগ্য এবং চরদারা জেলার প্রায় ১৫% এলাকা দখল করে আছে কৃষিক্ষেত্রে। দক্ষিণ-পশ্চিমে জেলার বাকি জমি মরুভূমি লক্ষ্য করা যায় যেখানে বেশিরভাগ বসতবাড়ি রয়েছে।[১]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Afghanistan's wild-wild North"। The Long War Journal। সংগ্রহের তারিখ ২০০৯-০৯-১০ 

বহিঃসংযোগ

সম্পাদনা