চম্পি চ্যাটার্জি

ভারতীয় ক্রিকেটার

চম্পি চ্যাটার্জি (১১ মে ১৯৫৯ - ২০ আগস্ট ২০১০) একজন ভারতীয় ক্রিকেটার ছিলেন। তিনি ছিলেন একজন ডানহাতি ব্যাটসম্যান এবং একজন ডানহাতি মিডিয়াম-পেস বোলার যিনি বাংলার হয়ে খেলতেন। তিনি বেলুড়ে জন্মগ্রহণ করেন।

চ্যাটার্জী ১৯৮৩-৮৪ মৌসুমে দিল্লির বিপক্ষে দলের হয়ে প্রথম-শ্রেণীর একটি খেলায় অংশ নেন। টেইলেন্ডে ব্যাটিং করে প্রথম ইনিংসে দুই রান এবং দ্বিতীয় ইনিংসে একক রান করেন।[১][২]

চ্যাটার্জি ম্যাচ চলাকালীন নয় ওভার বল করেছিলেন - প্রথম ইনিংসে ০-৫১ এবং দ্বিতীয় ইনিংসে ০-১০ এর পরিসংখ্যান নিয়েছিলেন।[২][৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Champi Chatterjee" CricketArchive। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৮ 
  2. "Delhi v Bengal in 1983" CricketArchive। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৮ 
  3. ইএসপিএনক্রিকইনফোতে চম্পি চ্যাটার্জি (ইংরেজি)

বহিঃসংযোগ সম্পাদনা