গ্র্বা-পা-ম্ঙ্গোন-শেস

গ্র্বা-পা-ম্ঙ্গোন-শেস (ওয়াইলি: grwa pa mngon shes) (১০১২-১০৯০) একাদশ শতাব্দীর একজন তিব্বতী বৌদ্ধ ভিক্ষু ছিলেন।

গ্র্বা-পা-ম্ঙ্গোন-শেস

জন্ম ও দীক্ষা সম্পাদনা

গ্র্বা-পা-ম্ঙ্গোন-শেস ১০১২ খ্রিষ্টাব্দে তিব্বতে জন্মগ্রহোন করেন। তার পিতার নাম ছিল ঝাং-স্তাগ-দ্কার-বা (ওয়াইলি: zhang stag dkar ba) এবং মাতার নাম ছিল ল্হা-স্রাস-শা-বা-স্গ্রোন-মা (ওয়াইলি: lha sras sha ba sgron ma)। প্রথম জীবনে তিনি পশুপালকের কাজ করতেন। তারপর তিনি সম-য়ে বৌদ্ধবিহারের য়াম-শুদ-র্গ্যাল-বা-'ওদ (ওয়াইলি: yam shud rgyal ba 'od) নামক বৌদ্ধভিক্ষুর নিকট দীক্ষালাভ করেন। দীক্ষার পরে তার নাম রাখা হয় শেস-রাব-র্গ্যাল-বা (ওয়াইলি: shes rab rgyal ba)।[১]

শিক্ষা সম্পাদনা

তিনি ঝাং-স্তোন-ছোস-'বার নামক এক বৌদ্ধভিক্ষুর নিকট তন্ত্র সম্বন্ধে অধ্যয়ন করেন। এই সময় তিনি মা-গ্চিগ-লাব-স্গ্রোনকে প্রজ্ঞাপারমিতা সম্বন্ধে শিক্ষাদান করেন। পরবর্তীকালে তিনি ইয়ার্লুং উপত্যকায় ফা-দাম-পা-সাংস-র্গ্যাস নামক বিখ্যাত ভারতীয় বৌদ্ধ ভিক্ষুর নিকট ঝি-ব্যেদ নামক তত্ত্বের শিক্ষালাভ করেন। এই উপত্যকায় তিনি ফু-থাং-স্প্যান-গ্যাস (ওয়াইলি: phu thang spyan gyas) নামক তান্ত্রিক সমাজের স্থাপনা করেন।[১]

তিব্বতী চিকিৎসাশাস্ত্র সম্পাদনা

গ্র্বা-পা-ম্ঙ্গোন-শেস বহু মন্দির এবং স্তূপ নির্মাণ ছাড়াও তিব্বতী চিকিৎসাশাস্ত্রের ঐতিহ্যের আবিষ্কারের জন্য বিখ্যাত। তিনি ১০৩৮ খ্রিষ্টাব্দে সম-য়ে বৌদ্ধবিহার থেকে এই বিষয়ে তন্ত্রগুলি আবিষ্কার করেন। তিনি এই তন্ত্রগুলি দ্বুস-পা-দার-র্গ্যাস (ওয়াইলি: dbus pa dar rgyas) নামক তার শিষ্যকে দান করে যান, যিনি আবার 'ত্শো-ব্যেদ-দ্কোন-স্ক্যাব্স (ওয়াইলি: 'tsho byed dkon skyabs) নামক এক বৌদ্ধভিক্ষুকে এই শিক্ষাদান করেন, যা পরবর্তীকালে গ্যু-থোগ-য়োন-তান-ম্গোন-পো (ওয়াইলি: gyu thog yon tan mgon po) নামক বৌদ্ধভিক্ষুর মাধ্যমে বর্তমানে তিব্বতী চিকিৎসাশাস্ত্র হিসেবে প্রচারিত হয়েছে।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Garry, Ron (এপ্রিল ২০১০)। "Drapa Ngonshe"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters 

আরো পড়ুন সম্পাদনা

  • Roerich, George, trans. 1996. The Blue Annals. 2nd ed. Delhi: Motilal Banarsidass, p. 94 ff.
  • Dudjom Rinpoche. 2002 The Nyingma School of Tibetan Buddhism. Translated by Gyurme Dorje and Matthew Kapstein. Boston: Wisdom, p. 753 ff.