গৌর গোপাল সাহা

বাংলাদেশী বিচারক

গৌর গোপাল সাহা (২৬ ডিসেম্বর ১৯৩৮ - ৪ সেপ্টেম্বর ২০১৮) বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক, এবং পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের কর্মী ছিলেন।[১][২][৩][৪]

গৌর গোপাল সাহা
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৩৮-১২-২৬)২৬ ডিসেম্বর ১৯৩৮
মৃত্যু৪ সেপ্টেম্বর ২০১৮(2018-09-04) (বয়স ৭৯)
জাতীয়তাবাংলাদেশী
জীবিকাবিচারক

কর্মজীবন সম্পাদনা

২০০২ সালের ৬ নভেম্বর, গোপাল সাহা ও বিচারপতি শেখ রেজোয়ান আলী একটি রায় জারি করেন, যা বলেছিল যে আদালতকে চলমান বিচারে অতিরিক্ত প্রমাণের অনুমতি দেওয়ার কারণ রেকর্ড করতে হবে।[৫]

২০১০ সালের এপ্রিলে, গোপাল সাহা প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসাবে তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক ২০০৭ সালের সেপ্টেম্বরে ৮৪ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বরখাস্ত করা অবৈধ ঘোষণা করে একটি রায় জারি করেন।[৬] কর্মকর্তাদের বিগত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার নিয়োগ করেছিল।[৬]

২০১১ সালের ফেব্রুয়ারিতে, হাইকোর্ট বিভাগের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক ও বিচারপতি শেখ মোঃ জাকির হোসেন গোপাল সাহার প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হওয়াকে অবৈধ ঘোষণা করেন।[৭] অ্যাডভোকেট তাপস কুমার পাল রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন ঢাকা এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সভাপতি হওয়ায় সাহার পদে অধিষ্ঠিত হওয়ার বিরুদ্ধে পিটিশন দায়ের করেছিলেন যা ট্রাইব্যুনালের চেয়ারম্যানের পদের শর্ত লঙ্ঘন করেছিল।[৭]

২০১৭ সালে গোপাল সাহা বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান ছিলেন।[৮] তিনি ষোড়শ সংশোধনীর রায়ে শেখ মুজিবুর রহমান সম্পর্কে মন্তব্যের জন্য প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সমালোচনা করেন এবং বলেন তার কর্মকাণ্ড বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে বিচারের সম্মুখীন করেছে।[৮]

গোপাল সাহা গেন্ডারিয়ার শ্রী শ্রী শিব মন্দিরের সভাপতি ও এশিয়ান কনফারেন্স অফ রিলিজিয়নস ফর পিস-এর বাংলাদেশ চ্যাপ্টারের পৃষ্ঠপোষক ছিলেন।[৯][১০]

মৃত্যু সম্পাদনা

গোপাল সাহা ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর ঢাকায় মারা যান।[৯]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Saha, Gour Gopal (২০০৮-১০-০৮)। "Durga Puja: Its religious and social meaning"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২৮ 
  2. "Mandatory registration of Hindu marriage stressed"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১২-১২-২৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২৮ 
  3. "Birth anniversary of Ramakrishna today"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০০৮-০৩-০৯। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২৮ 
  4. "বিচারপতি গৌর গোপাল সাহার মৃত্যু, প্রধান বিচারপতির শ্রদ্ধা"Jugantor। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১৬ 
  5. "Law & Our Rights"www.thedailystar.net। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২৮ 
  6. "Termination of 84 election officers illegal"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১০-০৪-১৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২৮ 
  7. "Law and Our Rights"archive.thedailystar.net। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২৮ 
  8. "CJ puts 2 crore Hindus in dock: Hindu Welfare Trust"New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২৮ 
  9. "Justice Gour Gopal Saha passes away"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৯-০৪। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২৮ 
  10. "ACRP stresses for global peace through inter-religious harmony"bdnews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২৮