গোমাল নদী (উর্দু: دریائے گومل‎‎, পশতু: ګومل سیند، ګومل دریاب, সংস্কৃত: गोमती) ৪০০ কিলোমিটার দীর্ঘ একটি নদী যা আফগানিস্তানপাকিস্তানের ওপর দিয়ে বয়ে গেছে।

গোমাল
অবস্থান
দেশআফগানিস্তান এবং পাকিস্তান
প্রদেশপাক্তিকা প্রদেশ,
বালুচিস্তান, খাইবার পাখতুনখাওয়া
প্রাকৃতিক বৈশিষ্ট্য
উৎস 
 • অবস্থানকাটাওয়াজ অঞ্চল, গোমাল জেলা, পাক্তিকা প্রদেশ, আফগানিস্তান
 • স্থানাঙ্ক৩২°৩০′১১″ উত্তর ৬৮°৫৪′০৫″ পূর্ব / ৩২.৫০২৯৭৪° উত্তর ৬৮.৯০১২৯৪° পূর্ব / 32.502974; 68.901294
মোহনাসিন্দু নদ
 • অবস্থান
ডেরা ইসমাঈল খান, ডেরা ইসমাঈল খান জেলা, খাইবার পাখতুনখাওয়া, পাকিস্তান
 • স্থানাঙ্ক
৩১°৩৬′৫৩″ উত্তর ৭০°৫০′৪৬″ পূর্ব / ৩১.৬১৪৭২° উত্তর ৭০.৮৪৬১১° পূর্ব / 31.61472; 70.84611
দৈর্ঘ্য৪০০ কিমি (২৫০ মা)
অববাহিকার বৈশিষ্ট্য
উপনদী 
 • বামেওয়ানা খাওয়ার
 • ডানেঝপ নদী

রামায়ণে (২.৪৯.১১) গোমাল নদীর উল্লেখ পাওয়া গেছে। ডেরা ইসমাঈল খান এলাকায় গোমাল বিশ্ববিদ্যালয়ের নাম গোমাল নদী থেকে নেওয়া হয়েছে। এছাড়া আফগানিস্তানের পাক্তিকা প্রদেশের গোমাল জেলার নাম ও গোমাল নদীর নাম একই।

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

গ্রন্থপঞ্জি সম্পাদনা

  • Hanifi, Shah Mahmoud, "Gōmal", Encyclopaedia Iranica 

বহিঃসংযোগ সম্পাদনা