গোপালপুর সরকারি কলেজ

টাঙ্গাইল জেলার সরকারি কলেজ

গোপালপুর সরকারি কলেজ বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার অন্তর্গত একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ডিগ্রি, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ডিগ্রি প্রদান করে।[১][২]

গোপালপুর সরকারি কলেজ
Gopalpur Collge
অবস্থান
, ,
তথ্য
বিদ্যালয়ের ধরনকলেজ
প্রতিষ্ঠাকাল১ জুলাই ১৯৬৮ (1968-07-01)
অবস্থাসক্রিয়
বিদ্যালয় জেলাটাঙ্গাইল
বিদ্যালয় নম্বর১৩১
ইআইআইএন১১৪২৭৩
 • ১১শ শ্রেণীহ্যাঁ
 • ১২শ শ্রেণীহ্যাঁ
ভাষাবাংলা, ইংরেজি
অন্তর্ভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটwww.gopalpurcollege.edu.bd

ইতিহাস সম্পাদনা

কলেজটি ১৯৭০ সালে উচ্চ মাধ্যমিক কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়, ১৯৭২ সালে বি.এ(পাস) কোর্স, ১৯৯৫ সালে স্নাতক ও ২০১৩ সালে স্নাতকোত্তর খোলা হয়। ১ জুলাই ১৯৭০ (1970-07-01) তারিখে কলেজটিকে প্রথম এমপিওভুক্ত করা হয়।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "গোপালপুর কলেজ"www.gopalpurcollege.edu.bd। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৯ 
  2. "বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)"www.banbeis.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৪ 
  3. "সরকারি কলেজের তালিকা"www.banbeis.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৪ 

বহিঃসংযোগ সম্পাদনা