গোপালপুর ইউনিয়ন, বেগমগঞ্জ

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

গোপালপুর বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত বেগমগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

গোপালপুর
ইউনিয়ন
২নং গোপালপুর ইউনিয়ন পরিষদ
গোপালপুর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
গোপালপুর
গোপালপুর
গোপালপুর বাংলাদেশ-এ অবস্থিত
গোপালপুর
গোপালপুর
বাংলাদেশে গোপালপুর ইউনিয়ন, বেগমগঞ্জের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৮′৪৬″ উত্তর ৯১°৩′৩৩″ পূর্ব / ২২.৯৭৯৪৪° উত্তর ৯১.০৫৯১৭° পূর্ব / 22.97944; 91.05917 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলানোয়াখালী জেলা
উপজেলাবেগমগঞ্জ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোশারেফ হোসেন মিন্টু (জাতীয় সমাজতান্ত্রিক দল-জে.এস.ডি)
আয়তন
 • মোট১৬.৭৪ বর্গকিমি (৬.৪৬ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৩৩,৩৯৫
 • জনঘনত্ব২,০০০/বর্গকিমি (৫,২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৯.৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৮২৮ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

গোপালপুর ইউনিয়নের আয়তন ১৬.৭৪ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গোপালপুর ইউনিয়নের জনসংখ্যা ৩৩,৩৯৫ জন।

অবস্থান ও সীমানা সম্পাদনা

বেগমগঞ্জ উপজেলার উত্তর-পশ্চিমাংশে গোপালপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে মিরওয়ারিশপুর ইউনিয়ন, দক্ষিণে জিরতলী ইউনিয়ন, পশ্চিমে আমানউল্যাপুর ইউনিয়ন ও উত্তরে সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়ন এবং সোনাপুর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

গোপালপুর ইউনিয়ন বেগমগঞ্জ উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বেগমগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭০নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৩ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • আটিয়া কান্দি
  • বসন্তেরবাগ
  • বেতুয়াবাগ
  • চাঁদ কাশিমপুর
  • দেবকালা
  • কোটরা মহব্বতপুর
  • মধুপুর
  • মহবুল্লাপুর (দিলারবাগ)
  • রামনাথপুর
  • রেজ্জাকপুর
  • তুলাচারা
  • সিরাজউদ্দিন পুর
  • দক্ষিণ কালিকাপুর
  • দক্ষিণ মির্জানগর
  • দক্ষিণ রসুলপুর
  • তিতাহাজরা

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গোপালপুর ইউনিয়নের স্বাক্ষরতার হার ৫৯.৫%।[১] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদরাসা এবং ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

মাধ্যমিক বিদ্যালয়[২]

প্রাথমিক বিদ্যালয়[৩]

  • মধুপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কোটরা মহব্বতপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সামছুন্নাহার রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব কালিকাপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর বসন্তবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দেবকালা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চাঁদকাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • তুলাচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রেজ্জাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রামনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বসন্তেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কালিকাপুর সফিউল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আটিয়া কান্দি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • তিতাহাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রসুলপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

সদস্য, পাকিস্তান তৃতীয় জাতীয় পরিষদ।

সাবেক উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়

মুক্তিযোদ্ধা।

  • অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক

সাবেক রাষ্ট্রদূত।

গায়ক, গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক।

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

বেগমগঞ্জ আপনিয়া হয়ে সিএনজি, অটোরিকশা যোগে গোপালপুর যাওয়া যায়। আবাদ বেগমগঞ্জ চৌরাস্তা থেকে বাংলাবাজার হয়ে সিএনজি অটোরিকশা মাধ্যেমে গোপালপুর ইউনিয়ন কমপ্লেক্সে আসা যায়।

খাল ও নদী সম্পাদনা

সোনাইমুড়ী উপজেলা হতে আগত খালটি বেগমগঞ্জ আপানিয়ার পাশ দিয়ে গোপালপুর ইউনিয়ন হয়ে বাংলাবাজারের মধ্যে দিয়ে চৌরাস্তা চৌমুহনী খালের সাথে মিলিত হয়েছে।

হাট-বাজার সম্পাদনা

  • বাংলাবাজার
  • গোপালপুর নতুন বাজার
  • বেতুয়া বাজার
  • ছোবহান মার্কেট
  • মধুপুর আশা মার্কেট
  • তিতাহাজরা কবির বাজার

দর্শনীয় স্থান সম্পাদনা

  • গোপালপুর চৌধুরী বাড়ি
  • চৌধুরী বাড়ি জামে মসজিদ
  • আশ্রমের দিঘী

জনপ্রতিনিধি সম্পাদনা

বর্তমান পরিষদ

নাম পদবি নির্বাচিত এলাকা
মোঃ মোশারেফ হোসেন চেয়ারম্যান
কাজল পাটোয়ারী সাধারণ সদস্য ০১নং ওয়ার্ড
মিজানুর রহমান সাধারণ সদস্য ০২নং ওয়ার্ড
মোঃ শামিম সাধারণ সদস্য ০৩নং ওয়ার্ড
মোঃ শাহাজাহান সাজু সাধারণ সদস্য ০৪নং ওয়ার্ড
মোসলে উদ্দিন সাধারণ সদস্য ০৫নং ওয়ার্ড
মোঃ আবুল বাসার সাধারণ সদস্য ০৬নং ওয়ার্ড
মোঃ নুর নবী সাধারণ সদস্য ০৭নং ওয়ার্ড
মোঃ কামাল হোসেন সাধারণ সদস্য ০৮নং ওয়ার্ড
ইছমাইল হোসেন সাধারণ সদস্য ০৯নং ওয়ার্ড
মোসাঃ নাছিমা বেগম সংরক্ষিত মহিলা সদস্য ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড
হোসনেয়ারা বেগম সংরক্ষিত মহিলা সদস্য ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড
মাকছুদা বেগম সংরক্ষিত মহিলা সদস্য ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড

প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা[৪]

ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ তৈয়ব আলী ১৯৮৩–১৯৮৮
০২ মোঃ মাজেদুল ইসলাম সরকার ১৯৮৮–১৯৯৩
০৩ কফিল উদ্দিন ১৯৯৩–১৯৯৮
০৪ শাহ আলম সরকার ১৯৯৮–২০১০

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  2. "মাধ্যমিক বিদ্যালয়, গোপালপুর ইউনিয়ন"banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-১২ 
  3. "প্রাথমিক বিদ্যালয়সমূহ, গোপালপুর ইউনিয়ন"dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  4. "প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ, গোপালপুর ইউনিয়ন"gopalpurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭