গোদাঠুঁটি মানিকজোড়

পাখির প্রজাতি

গোদাঠুঁটি মানিকজোড় (বৈজ্ঞানিক নাম: Ephippiorhynchus senegalensis) Ciconiidae (সাইকোনিডাই) গোত্র বা পরিবারের অন্তর্গত Ephippiorhynchus (ইফিপিওরাইঙ্কাস) গণের এক প্রজাতির বৃহদাকৃতির জলচর পাখি। পাখিটি সাব-সাহারান আফ্রিকা থেকে মধ্য আফ্রিকার দক্ষিণাংশ পর্যন্ত এরা বিস্তৃত। গোদাঠুঁটি মানিকজোড়ের বৈজ্ঞানিক নামের অর্থ সেনেগালের জিনঠুঁটি (গ্রিক ephippios = ঘোড়ার জিন, rhunkhos = ঠোঁট; লাতিন: senegalensis = সেনেগালের)। সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস, প্রায় ১ কোটি ২৭ লাখ বর্গ কিলোমিটার।[১] বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা কমে যাচ্ছে, তবে আশঙ্কাজনক পর্যায়ে যেয়ে পৌঁছেনি। সেকারণে আই. ইউ. সি. এন. ২০০৪ সালে এ প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে।[২] সারা বিশ্বে পূর্ণবয়স্ক গোদাঠুঁটি মানিকজোড়ের সংখ্যা ৬৭০-১৭,০০০টি।[১] এরা একপ্রজাতিক, অর্থাৎ কোন উপপ্রজাতি নেই।

গোদাঠুঁটি মানিকজোড়
পুরুষ গোদাঠুঁটি মানিকজোড়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Ciconiiformes
পরিবার: Ciconiidae
গণ: Ephippiorhynchus
প্রজাতি: E. senegalensis
দ্বিপদী নাম
Ephippiorhynchus senegalensis
(Shaw, 1800)

বিস্তৃতি সম্পাদনা

আফ্রিকা মহাদেশের প্রায় সমগ্র মধ্যভাগ জুড়েই গোদাঠুঁটি মানিকজোড়ের বিস্তৃতি। উত্তরে সুদান, ইথিওপিয়াকেনিয়া হয়ে দক্ষিণে দক্ষিণ আফ্রিকা এবং পূর্বে গাম্বিয়া, সেনেগাল, আইভরি কোস্টচাদ পর্যন্ত এরা বিস্তৃত।

 
উড়ন্ত গোদাঠুঁটি মানিকজোড়, বতসোয়ানা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Ephippiorhynchus senegalensis ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ জুন ২০১৫ তারিখে, BirdLife International এ গোদাঠুঁটি মানিকজোড় বিষয়ক পাতা।
  2. Ephippiorhynchus senegalensis ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ নভেম্বর ২০১২ তারিখে, The IUCN Red List of Threatened Species এ গোদাঠুঁটি মানিকজোড় বিষয়ক পাতা।

বহিঃসংযোগ সম্পাদনা