গোটাপাড়া ইউনিয়ন

বাগেরহাট জেলার বাগেরহাট সদর উপজেলার একটি ইউনিয়ন

গোটাপাড়া ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার বাগেরহাট সদর উপজেলার একটি ইউনিয়ন পরিষদ[১] এটি ৩০.৭২ কিমি২ (১১.৮৬ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ২৬,৬০৫ জন।[২]

গোটাপাড়া
ইউনিয়ন
গোটাপাড়া ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাবাগেরহাট জেলা
উপজেলাবাগেরহাট সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠাকাল১৯৬০
আয়তন
 • মোট৩০.৭২ বর্গকিমি (১১.৮৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৬,৬০৫
 • জনঘনত্ব৮৭০/বর্গকিমি (২,২০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটgotaparaup.bagerhat.gov.bd

ভৌগোলিক অবস্থান সম্পাদনা

ভৌগোলিক অবস্থান অনুযায়ী ইউনিয়নটির উত্তরে- বিষ্ণুপুর ইউনিয়ন, দক্ষিণে- বেমরতা ইউনিয়ন, পূর্বে- খোপাখালী ইউনিয়ন, পশ্চিমে- ভৈরব নদী অবস্থিত।

গ্রামসমূহ সম্পাদনা

গোটাপাড়া ইউনিয়নে ২০টি গ্রাম রয়েছে।

  1. গোপালকাঠি
  2. কাননপুর
  3. কালদিয়া
  4. কেশবপুর
  5. আলুকদিয়া
  6. ভাতশালা
  7. বানিয়াগাতী
  8. গোটাপাড়া
  9. মুক্ষাইট
  10. পশ্চিমভাগ
  11. কান্দাপাড়া
  12. দেপাড়া
  13. আতাইকাঠি
  14. পারনওয়াপাড়া
  15. নওয়াপাড়া
  16. পাতিলাখালী
  17. বেতখালী
  18. নাটইখালী
  19. গাবরখালী
  20. গাওখালী

তথ্যসূত্র সম্পাদনা

  1. "গোটাপাড়া ইউনিয়ন"বাগেরহাট সদর উপজেলার ইউনিয়ন। gotaparaup.bagerhat.gov.bd। ২০২০। 
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬