গুরবচন সিং ধিংরা হলেন একজন ভারতীয় উদ্যোক্তা, প্রবর্তক এবং বার্জার পেইন্টসের ভাইস চেয়ারম্যান। গুরবচন ১০০ ধনী ভারতীয় এবং ফোর্বসের বিশ্বব্যাপী ধনকুবেরদের মধ্যে রয়েছেন। [১]

জীবনের প্রথমার্ধ সম্পাদনা

গুরবচনের জন্ম (১৯৫০) একটি ব্যবসায়ী পরিবারে। তাঁর দাদা শিখ পাঞ্জাবি পরিবারের যিনি ১৮৯৮ সালে অমৃতসরে রঙের ব্যবসা শুরু করেছিলেন। গুরবচন দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। [২]

বার্জার পেইন্টস সম্পাদনা

১৯৯১ সালে গুরবচন তার ভাই কুলদীপ সিং ধিংড়ার সাথে বিজয় মালিয়ার ইউবি গ্রুপ থেকে বার্জার পেইন্টস কিনেছিলেন। [৩]

পরিবার সম্পাদনা

গুরবচন বিবাহিত এবং তার তিন সন্তান রয়েছে। গুরবচনের ছেলে কানওয়ারদীপ ব্যবসার অংশ। [৪] পুরো পরিবার নতুন দিল্লিতে বসবাস করছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "The World Billionaires"Forbes। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৫ 
  2. "Dhingra Brothers Of Berger Paints Enter Ranks Of India's Richest As Shares Soar"Forbes। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৫ 
  3. "The Dhingras of Berger Paints Stay Away from What They Know Best"Forbes। ১১ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৫ 
  4. "Dhingras of Berger Paints start succession initiative"। The Hindu। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৫