গুয়াহাটি যুদ্ধ সমাধিস্থান

গুয়াহাটী যুদ্ধ সমাধিস্থান আসামের গুয়াহাটী মহানগরে অবস্থিত এক সমাধিক্ষেত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মৃত্যুররণ করা কমন্‌ওয়েলথ সৈনিকদের জন্য এই সমাধিস্থান আরম্ভ করা হয়েছিল।[১] গুয়াহাটীর শিলপুখুরী অঞ্চলের নবগ্রহ পথে এই সমাধিস্থান আছে। এর পিছন দিকেই আছে নবগ্রহ শ্মশান। এই পথে গেলে নবগ্রহ মন্দিরও পাওয়া যায়।

সমাধিস্থানের এক অংশ
সমাধিস্থানের এক অংশ

ঐতিহাসিক তথ্য সম্পাদনা

দ্বিতীয় বিশ্বযুদ্ধর সময় এই অঞ্চলে থাকা কয়েকটি সেনা চিকিৎসালয়ে মৃত্যু হওয়া সৈনিকদের জন্য এই সমাধিক্ষেত্র আরম্ভ করা হয়েছিল। পরে স্থায়ী দেখাশুনার ব্যবস্থা না থাকা আমারি বারি সৈনিক সমাধিক্ষেত্র, সিলেট সৈনিক সমাধিস্থান, মহাচারা সমাধিস্থান, নগাঁও রাজহুবা সমাধিক্ষেত্র এবং গুয়াহাটী রাজহুবা সমাধিস্থানের থেকে বহু সমাধি এখানে আনা হয়। একইকারণে ১৯৫২ সালে লুসাই পাহাড়, বদরপুর, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ি, ডিব্রুগড়, দিনজান, লামডিং, শিলং, শিলচর ইত্যাদি স্থান থেকেও এখানে সমাধি আনা হয়। বর্তমানে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মৃত্যুবরণ করা ৪৮৬ জন কমন্‌ওয়েলথ সৈনিকের সমাধি বা স্মারক আছে। এর ২৫ টা সমাধির পরিচয় অজ্ঞাত। এর বাইরে এখানে চীনা সৈনিকদেরও ২৪ টা সমাধি আছে এবং ২ টা সমাধি যুদ্ধের নয়।[২]

দ্বিতীয় বিশ্বযুদ্ধে মৃত্যু হওয়া ১১ জন জাপানী সৈনিকের অবশিষ্ট উদ্ধারের জন্য ২০১২ সালে এর খনন করা হয়েছিল।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Gaurav Das (4 August, 2014)। "Guwahati War Cemetery attracts visitors, but lacks tourism focus"। The Times of India। সংগ্রহের তারিখ 11 January 2016  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. "Cemetary details- Guwahati war cemetary"। The Commonwealth War Graves Commission। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৬ 
  3. Sushanta Talukdar (19 January, 2012)। "Graves of Japanese martyrs of WW II dug up"। The Hindu। সংগ্রহের তারিখ 11 January 2016  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)