গুজাদিয়া ইউনিয়ন

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

গুজাদিয়া ইউনিয়ন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার একটি প্রশাসনিক অঞ্চল।

গুজাদিয়া ইউনিয়ন
ইউনিয়ন
গুজাদিয়া ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাকিশোরগঞ্জ জেলা
উপজেলাকরিমগঞ্জ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানসৈয়দ মাসুদ[১]
আয়তন
 • মোট২৯ বর্গকিমি (১১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৫৬,৭৫২[২]
সাক্ষরতার হার
 • মোট৩৯.৮%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান সম্পাদনা

গুজাদিয়া ইউনিয়ন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় অবস্থিত।

আয়তন সম্পাদনা

গুজাদিয়া ইউনিয়নের মোট আয়তন ২৯ বর্গকিলোমিটার বা ১৮.০২ বর্গমাইল।

জনসংখ্যা সম্পাদনা

অত্র ইউনিয়নের বর্তমান জনসংখ্যা ৫৬,৭৫২ জন।[২]

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

গুজাদিয়া ইউনিয়নে ০৫ টি মৌজা এবং ৩২ টি গ্রাম রয়েছে।

ইতিহাস সম্পাদনা

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

অত্র ইউনিয়নে রাস্তার দৈর্ঘ্য মোট ৬৮.৪৪ কিলোমিটার।[২]

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

অত্র ইউনিয়নে সাক্ষরতার হার ৩৯.৮%। এখানে উচ্চ বিদ্যালয়ের সংখ্যা ০৪টি, প্রাথমিক বিদ্যালয় ১৫টি, সিনিয়র মাদ্রাসা ০৫টি, মক্তব ৬০টি, কিন্ডারগার্টেন ০৪টি এবং ০৪টি লাইব্রেরিও রয়েছে।[২]

ধর্মীয় উপাসনালয় সম্পাদনা

অত্র ইউনিয়নে ৫০ টি মসজিদ এবং ০৮ টি ঈদগাহ রয়েছে।

হাটবাজার সম্পাদনা

গুজাদিয়া ইউনিয়নে হাট-বাজারের সংখ্যা ৬টি

দর্শনীয় স্থান সম্পাদনা

  • পাদনাগরদাম গোস্বামীর আখড়া
  • বন্দোগোমরা দরবার শরীফ
  • পাচুশাহ মাজার
  • পাগল মনির মাজার
  • শাহ আলীর মাজার
  • আস্তানায়ে বারী শাহ
  • মির্জা আলী শাহর মাজার[৩]
  • নরসুন্দা নদী

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

জনপ্রতিনিধি সম্পাদনা

ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সৈয়দ মাসুদ

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ইউপি চেয়ারম্যান, গুজাদিয়া ইউনিয়ন"। ৩১ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৮ 
  2. "এক নজরে গুজাদিয়া ইউনিয়ন"। ৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৮ 
  3. "দর্শনীয় স্থান"। ৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা