গান্ধী স্পোর্টস কমপ্লেক্স মাঠ

গান্ধী স্টেডিয়াম (গুরুমুখী: ਗਾਂਧੀ ਸਟੇਡਿਯਮ) বা বার্লটন পার্ক বা বিএস বেদি স্টেডিয়াম ভারতের পাঞ্জাবের জালান্দার শহরে অবস্থিত একটি স্টেডিয়াম এবং ইট সাধারণত ক্রিকেট ম্যাচের জন্য ব্যবহৃত হয়ে থাকে। ১৯ আগস্ট ২০১৭ পর্যন্ত, এই স্টেডিয়ামে একটি টেস্ট ও ৩ ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হয়।

গান্ধী স্টেডিয়াম
বার্লটন পার্ক
বিএস বেদি স্টেডিয়াম
স্টেডিয়ামের তথ্যাবলি
অবস্থানজালান্দার, পাঞ্জাব
দেশভারত
স্থানাঙ্ক৩১°২০′৪১″ উত্তর ৭৫°৩৩′৩৮.০৭″ পূর্ব / ৩১.৩৪৪৭২° উত্তর ৭৫.৫৬০৫৭৫০° পূর্ব / 31.34472; 75.5605750
ধারণক্ষমতা১৬,০০০
প্রান্তসমূহ
Pavilion End
Stadium End
আন্তর্জাতিক খেলার তথ্য
একমাত্র পুরুষ টেস্ট২৪ সেপ্টম্বর ১৯৮৩:
ভারত  বনাম  পাকিস্তান
প্রথম পুরুষ ওডিআই২০ ডিসেম্বর ১৯৮১:
ভারত  বনাম  ইংল্যান্ড
সর্বশেষ পুরুষ ওডিআই২০ ফেব্রুয়ারি ১৯৯৪:
ভারত  বনাম  শ্রীলঙ্কা
ঘরোয়া দলের তথ্য
পাঞ্জাব (১৯৫২ – ২০০০)
উত্তরাঞ্চল (১৯৬১ – ১৯৭৯)
১৬ ডিসেম্বর ২০০৭ অনুযায়ী
উৎস: CricketArchive

ওডিআই সম্পাদনা

স্টেডিয়ামটিতে নিন্মোক্ত ওডিআইম্যাচগুলো অনুষ্ঠিত হয়।

দল (এ) দল (বি) বিজয়ী পার্থক্য সাল
  ভারত   শ্রীলঙ্কা   ভারত ৭৮ রানে ১৯৮২
  ভারত   নিউজিল্যান্ড   ভারত ৬ উইকেটে ১৯৯৫

ম্যাচ পরিসংখ্যান:

ক্যাটাগরী তথ্যাবলী
সর্বোচ্চ দলীয় স্কোর ভারত (269/7 in 50 Overs against শ্রীলঙ্কা)
সর্বনিম্ন দলীয় স্কোর নিউজিল্যান্ড (145 All-out in 44.1 Overs against ভারত)
সেরা ব্যাটিং পারফরমেন্স নাথান অ্যাসলে (৫৯ রান ভারত)
সেরা বোলিং পারফরমেন্স মনোজ প্রভাকর (৫/৩৩নিউজিল্যান্ড)

তথ্যসূত্র সম্পাদনা