গনৌরি প্রসাদ সিংহ

ভারতীয় রাজনীতিবিদ

গনৌরি প্রসাদ সিংহ ভারতের বিহারের গয়ার একজন রাজনীতিবিদ । [১] তাঁর জন্ম বিহারের গয়া শহরে। তিনি ১৯৫৭ সালে কোচ বিধানসভা থেকে বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন। তিনি পারাইয়ায় অশোক মধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি বিহার পরিবহন বোর্ড, বিহার সমবায় সমিতি, দ্য জেডআরইউসিসি এবং আরও অনেক সংগঠন এবং কমিটিতেও কাজ করেছিলেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Broadcasting, India. Ministry of Information and; Division, India. Ministry of Information and Broadcasting. Research and Reference (১৯৬১)। India, a reference annual। Publications Division, Ministry of Information and Broadcasting। পৃষ্ঠা 407।