খসড়া:২০২৩ বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা

২০২৩ সালে বাংলাদেশে বেশ কিছু সাম্প্রদায়িক ঘটনা ঘটে। বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্য থেকে ঘটনাবলী বর্ণিত হলো:

জানুয়ারি সম্পাদনা

  • ১০ই জানুয়ারি বরিশাল নগরীর লঞ্চঘাট সংলগ্ন এলাকার ঘোষ মিষ্টান্ন ভান্ডারে খাবার বিলের ১০টাকা বেশি রাখার অভিযোগে সহিংসতার ঘটনা ঘটে। এসময় ক্রেতার দাড়ি ছিড়ে ফেলার ধর্মীয় অবমাননার অভিযোগে স্থানীয় লোকজন দোকান ভাংচুর করে। যদিও দোকান মালিকের মতে, তালিকায় দাম লেখা থাকা সত্ত্বেও অভিযোগকারী দাম কম দিতে চেয়েছিল, অন্যদিকে ক্রেতার মতে তিনি প্রতিদিন একইদামে নাস্তা করেন। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে দুজন পুলিশ সদস্য আহত হয়।[১]
  • ২৪ জানুয়ারি নেত্রকোনার পূর্বধলায় সার্বজনীন পূজা মন্দিরে আসন্ন সরস্বতী পূজা উপলক্ষে নির্মিত ২টি সরস্বতী প্রতিমা ভাঙচুর করা হয়। পরবর্তীতে পুলিশ এঘটনার সাথে জড়িত সন্দেহে আনিছ নামে একজনকে গ্রেফতার করে। তাকে কারাগারে প্রেরণ করা হয়।[২]
  • ২৬ জানুয়ারি নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার নারাইচ গ্রামের সরস্বতী পূজামণ্ডপে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। এঘটনায় ৬ কিশোরকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, অনন মিয়া, নিশাদ, ফারুক মিয়া, সাবিকুল মিয়া, এসএম মুন্না খান ও অপু মিয়া। আয়োজকদের ভাষ্যে মণ্ডপে রাতে আরতি অনুষ্ঠান চলার সময় এই কিশোররা গিয়ে সেখানে ভিডিও ধারণ শুরু করে। আয়োজকরা ভিডিও ধারণ করতে নিষেধ করলে বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা মণ্ডপে হামলা এবং প্রতিমা ভাঙচুর করে।[৩]

ফেব্রুয়ারি সম্পাদনা

  • ৪ ফেব্রুয়ারী রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ১২টি মন্দিরের ১৪টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। ধনতলা ইউনিয়নের আটটি, পাড়িয়া ইউনিয়নের তিনটি ও চাড়োল ইউনিয়নের একটি মন্দিরের ওই ১৪টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। দুষ্কৃতিকারীদের ধরতে প্রশাসন থেকে চেষ্টা চালানো হবে বলে জানানো হয়।[৪] বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মন্দির ভাঙচুর কারীদের "নরকের কীট" বলে সম্বোধন করেন। সড়কের পাশে মন্দির হওয়া সত্ত্বেও রাতে টহল পুলিশের অনুপস্থিতিকে রহস্যজনক এবং ক্ষমতাসীন সরকার এ ভাঙচুরের দায় এড়াতে পারে না বলে তিনি মন্তব্য করেন।[৫]

মার্চ সম্পাদনা

  • ৩ মার্চ পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসা বন্ধের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সম্মিলিত খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদ, ইমান-আকিদা রক্ষা কমিটি, ইমাম-মোয়াজ্জিন কল্যাণ সমিতি, পঞ্চগড় কওমি ওলামা পরিষদ ও জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদের ডাকে স্থানীয় মুসল্লিরা চৌরঙ্গী মোড়ে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করে।[৬] পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আরিফুর রহমান নামের ২৮ বছরের এক তরুনের মৃত্যু হয়,[৭] শনিবার সন্ধ্যায় আরেক তরুন জাহিদ হাসান এর মৃত্যুর খবর পাওয়া যায়।[৮] [৯]
  • ৪ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাহফিল থেকে ফেরার পথে ইসলামী বক্তা শরিফুল ইসলাম ভূঁইয়‘র জিহ্বা কেটে ফেলা হয়। ধারণা করা হয়েছে, বক্তা শিয়া অনুসারীদের নিয়ে কিছু বক্তব্য দেওয়ায় হামলাকারীদের তা পছন্দ হয় নি। তাই সেদিন রাতের বেলা তার গতি রোধ করে, তাকে হামলা করা হয় এবং জিহ্বার একাংশ কেটে নেওয়া হয়।[১০][১১] এঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়।[১২][১৩][১৪]
  • ১০ মার্চ শুক্রবার রাতে সিরাজগঞ্জে বাউলদের একটি সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলার সময় নামাজে বিঘ্ন ঘটার অভিযোগে স্থানীয় মসজিদ থেকে কিছু মানুষ এসে ভাঙচুর চালায়। এতে বাউলশিল্পী সহ আটজন আহত হয়।[১৫][১৬][১৭][১৮]
  • ১১ মার্চ গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার মনোহরপুর ইউপির কুমারগাড়ী গ্রামের কুমারগাড়ী কালী মন্দিরে রাত ১ টার দিকে আহসান নামক এক যুবক এবং তার সহযোগী মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভাঙচুর করে। এলাকাবাসী বুঝতে পেরে আহসানকে ধরে ফেলে পুলিশে সোপর্দ করে। কিন্তু অপর যুবক পালিয়ে যায়। পুলিশ জানায়, তারা এর রহস্য উদঘাটনে কাজ করছে।[১৯]
  • ১৪ ও ১৫ মার্চ কুড়িগ্রামের উলিপুরে একাধিক মন্দিরে প্রতিমা ভাঙচুর ও বিগ্রহ চুরির ঘটনা ঘটেছে।[২০] এঘটনায় দুইজন মাদ্রাসা শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে প্রতিমা চুরির ঘটনা তারা স্বীকার করে। তাদেরই দেওয়া তথ্য অনুসারে একটি প্রতিমা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের কারাগারে পাঠানো হয়। তবে একজনের বয়স ১৫ এবং অপ্রাপ্তবয়স্ক হওয়ায় সংশোধনাগারে রাখা হয়।[২১]
  • ২৬ মার্চ রাতে মাধবপুর চা বাগানের একটি মন্দিরের শিবলিঙ্গ এবং পুজোর বিভিন্ন উপকরণ দুর্বৃত্তরা ভেঙে ফেলে। পুলিশ জানায় সিসিটিভি ফুটেজ দেখে অভিযোগকারীকে শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে।[২২]
  • ২৮ মার্চ শরিয়তপুরে একটি মন্দিরে প্রতিমা ভাঙচুর করা হয়েছে। পুলিশকে জানানোর পর তারা জানায় তদন্ত করে অপরাধীকে শনাক্ত করা হবে।[২৩]

মে সম্পাদনা

২ মে ভোররাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চারটি পারিবারিক মন্দিরে হামলা চালিয়ে আটটি প্রতিমা ভাঙচুর করা হয়। এতে এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষজন আতঙ্কিত হয়ে পরে। পুলিশ থেকে জানানো হয় জড়িতদের চিহ্নিত করতে তারা চেষ্টা চালাচ্ছেন।[২৪][২৫]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "খাবার বিলের ১০ টাকা নিয়ে বরিশালে তুলকালাম কাণ্ড"বাংলা নিউজ ২৪। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৩ 
  2. "Dhakareport24.com | বাংলা নিউজ পোর্টাল"www.dhakareport24.com। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৩ 
  3. জনকণ্ঠ, দৈনিক। "সরস্বতী পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুর, আটক ৬ কিশোর"দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৩ 
  4. "বালিয়াডাঙ্গীতে এক রাতে ১২ মন্দিরের ১৪টি প্রতিমা ভাঙচুর"Prothomalo। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৩ 
  5. প্রতিনিধি, বিশেষ। "যারা মন্দির-প্রতিমা ভাঙচুর করে তারা 'নরকের কীট': মির্জা ফখরুল"Prothomalo। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৩ 
  6. "পঞ্চগড়ে পুলিশ-মুসল্লি সংঘর্ষ, বাড়িঘরে আগুন, আহত ১০"prothomalo.com। ৩ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ মার্চ ৩, ২০২৩ 
  7. "পঞ্চগড়ে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে তরুণ নিহত, বিজিবি মোতায়েন"prothomalo.com। ৩ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ মার্চ ৩, ২০২৩ 
  8. "পঞ্চগড়ে সংঘর্ষে নিহত জাহিদ হাসানের লাশ দেখে বাক্‌রুদ্ধ পরিবার"prothomalo.com। ৫ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ মার্চ ১২, ২০২৩ 
  9. "আহমদিয়া: পঞ্চগড়ে তাদের বড় সমাবেশ কেন এবং হামলাই বা কেন?"BBC News বাংলা। ৪ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৩ 
  10. Correspondent, District। "মাহফিল শেষে ফেরার পথে ইসলামি বক্তার জিহ্বা কেটে দিলো দুর্বৃত্তরা"dhakapost.com। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২৩ 
  11. "ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী বক্তা শরীফুলের জিহ্বা কর্তনের চেষ্টা"Channel 24 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২৩ 
  12. "ইসলামী বক্তার জিহ্বা কেটে দেয়ার মামলায় গ্রেফতার ৪"ইসলামী বক্তার জিহ্বা কেটে দেয়ার মামলায় গ্রেফতার ৪ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২৩ 
  13. "ইসলামি বক্তার জিহ্বা কাটার ঘটনায় গ্রেপ্তার ৫"Newsbangla24। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২৩ 
  14. "যে কারণে ইসলামি বক্তার জিহ্বা কেটে দিয়েছিল তারা"Bangla Tribune। ১১ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২৩ 
  15. "সিরাজগঞ্জে বাউলদের অনুষ্ঠানে হামলা, আহত ৯"bangla.dhakatribune.com। ১১ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২৩ 
  16. সংবাদদাতা, নিজস্ব (১১ মার্চ ২০২৩)। "সিরাজগঞ্জে বাউল শিল্পীদের অনুষ্ঠানে হামলা-ভাংচুর"The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২৩ 
  17. "সিরাজগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠানে ভাঙচুর"banglanews24.com। ১১ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২৩ 
  18. "সিরাজগঞ্জে বাউল অনুষ্ঠানে হামলা, আহত ৯ জন"ভিওএ। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২৩ 
  19. "গাইবান্ধায় মন্দিরের প্রতিমা ভাঙচুর করায় যুবক আটক"banglanews24.com। ১২ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৩ 
  20. "আগের রা‌তে ভাঙচুর, প‌রের রা‌তে প্রতিমা নিয়ে গেলো দুর্বৃত্তরা"Bangla Tribune। ২০ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৩ 
  21. "কুড়িগ্রামে প্রতিমা ভাঙচুর ও চুরির অভিযোগে দুই মাদ্রাসাছাত্র কারাগারে"Prothomalo। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৩ 
  22. জনকণ্ঠ, দৈনিক। "মাধবপুরে চা বাগানে মন্দিরের শিবলিঙ্গ ভাঙচুর"দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২৩ 
  23. "শরীয়তপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগ"Prothomalo। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২৩ 
  24. সংবাদদাতা। "কুড়িগ্রামে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-০২ 
  25. "কুড়িগ্রামে চার মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর"Bangla Tribune। ২০২৩-০৫-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-০২ 

বিষয়শ্রেণী:ধর্মীয় সহিংসতা বিষয়শ্রেণী:২০২৩-এ বাংলাদেশ বিষয়শ্রেণী:বাংলাদেশে সন্ত্রাসবাদী আক্রমণ বিষয়শ্রেণী:বাংলাদেশে হিন্দু বিরোধী সহিংসতা