খলনায়ক (১৯৯৬-এর চলচ্চিত্র)

খলনায়ক হল মনতাজুর রহমান আকবর রচিত ও পরিচালিত ১৯৯৬ সালের বাংলাদেশী মারপিঠধর্মী চলচ্চিত্র। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মান্না, এবং অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন চম্পারাজীব। ছবিটি ১৯৯৬ সালের ১৪ই জুন বাংলাদেশে মুক্তি পায়।

খলনায়ক
খলনায়ক চলচ্চিত্রের পোস্টার
পরিচালকমনতাজুর রহমান আকবর
প্রযোজকসাইফুর রহমান রবি
রচয়িতামনতাজুর রহমান আকবর
শ্রেষ্ঠাংশে
সুরকারআলী আকরাম শুভ
প্রযোজনা
কোম্পানি
আলমগীর পিকচার্স
মুক্তি১৪ জুন ১৯৯৬[১]
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

কুশীলব সম্পাদনা

সঙ্গীত সম্পাদনা

খলনায়ক চলচ্চিত্রের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ ও গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির

গানের তালিকা সম্পাদনা

নং.শিরোনামগীতিকারসুরকারকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."নায়ক তো নয় খলনায়ক আমি"মনিরুজ্জামান মনিরআলী আকরাম শুভঅ্যান্ড্রু কিশোর 

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Movie List 1996"বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ সম্পাদনা