কোটোকো জনগোষ্ঠী এমসার, মোরিয়া, বারা ও মাকারি[১] নামেও পরিচিত, একটি নৃ-গোষ্ঠী যারা উত্তর ক্যামেরন, চাদ এবং নাইজেরিয়ায় বাস করে।[২] কোটোকো জনগোষ্ঠীর অধিকাংশ লোক ক্যামেরন বাস করে। এরা চাদিক জনগোষ্ঠীর থেকে এসেছে। এদের মাতৃভাষা লাগওয়ান (কোট)। অধিকাংশ কোটোকো সুন্নি মুসলমান, তবে কিছু অংশ ইসলাম ধর্মের বিভিন্ন মতবাদ ভিত্তিক শাখার অনুসারী যেমন ইবাধি, আহমাদি, ইয়াজিদি, দ্রুজ এবং খারিজি। ১০% এর মত জনগণ ইভানজেলিক্যাল মতানুসারী[১]। ১৫ শতকে এরা কোটোকো রাজ্য প্রতিষ্ঠা করে।

কোটোকো
মোট জনসংখ্যা
৪৯,০৭১ জন
উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল
northern ক্যামেরুন, চাদ এবং নাইজেরিয়া
ভাষা
লাগওয়ান ভাষা
ধর্ম
ইসলাম, খ্রিস্টান

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা