কুলদিয়া

পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার মগরাহাট ২ সমষ্টি উন্নয়ন ব্লকের একটি গ্রাম

কুলদিয়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার মগরাহাট থানার অন্তর্গত একটি প্রত্নস্থল।

প্রত্নসামগ্রী সম্পাদনা

কুলদিয়া গ্রাম থেকে আনুমানিক দশম শতকে নির্মিত ১৫ ইঞ্চি X ১৪ ইঞ্চি X ২.৫ ইঞ্চি মাপের একটি হলুদ রঙের বেলেপাথরের নৃসিংহ মূর্তি আবিষ্কৃত হয়েছে। এছাড়া এই গ্রাম থেকে ১ ফুট ১০ ইঞ্চি X ১ফুট মাপের কালো পাথরের সূর্য মূর্তি আবিষ্কৃত হয়েছে। উভয় মূর্তি বর্তমানে কলকাতা শহরের আশুতোষ সংগ্রহালয়ে সংরক্ষিত রয়েছে।[১]:৮১

তথ্যসূত্র সম্পাদনা

  1. সাগর চট্টোপাধ্যায়, দক্ষিণ চব্বিশ পরগণা জেলার পুরাকীর্তি, প্রকাশনা প্রত্নতত্ত্ব ও সংগ্রহালয় অধিকার, পশ্চিমবঙ্গ সরকার, ৩৩ চিত্তরঞ্জন অ্যাভেনিউ, কলকাতা-৭০০০১২, প্রথম প্রকাশ, ২০০৫