কুমুদিনী হাজং

১৯৪৬ সালে সংঘটিত ময়মনসিংহের টঙ্ক আন্দোলনের অন্যতম নেত্রী

কুমুদিনী হাজং (আনু. ১৯৩০ - ২৩ মার্চ ২০২৪) ছিলেন ঐতিহাসিক টঙ্ক আন্দোলন ও হাজং বিদ্রোহের নেত্রী।[১][২][৩] সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি তাকে ২০১৯ সালে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।[৪]

কুমুদিনী হাজং
কুমুদিনী হাজং
জন্মআনু. ১৯৩০
মৃত্যু২৩ মার্চ ২০২৪(2024-03-23) (বয়স ৯৩–৯৪)
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্বব্রিটিশ ভারতীয়
পাকিস্তানি
বাংলাদেশী
আন্দোলনটঙ্ক আন্দোলন
দাম্পত্য সঙ্গীলংকেশ্বর হাজং

প্রাথমিক জীবন সম্পাদনা

কুমুদিনী হাজং আনুমানিক ১৯৩০ সালে[৫] তৎকালীন ময়মনসিংহের দূর্গাপুরের বহেরাতলী গ্রামে কৃষিজীবী হাজং পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম অতিথ চন্দ্র রায় হাজং ও মাতা জনুমনি হাজং।[৬] তিনি টঙ্ক আন্দোলনের অন্যতম নেতা লংকেশ্বর হাজংয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[৬] এই দম্পতির তিন ছেলে এবং দুই মেয়ে রয়েছে।

টঙ্ক আন্দোলন সম্পাদনা

১৯৩০ এর দশকে শুরু হওয়া টঙ্ক আন্দোলন হাজং সম্প্রদায় সম্পৃক্ত হয়ে পড়েছিল। ১৯৪৬ সালে ব্রিটিশ পুলিশ টঙ্ক আন্দোলনের নেতা লংকেশ্বর হাজংকে খুঁজে না পেয়ে কুমুদিনী হাজংকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পথে রাসিমণি হাজংয়ের দলের সাথে বিবাদে জড়িয়ে পড়ে। এতে একজন পুলিশকে হত্যা করার পর পুলিশের গুলিতে নিহত হন। বিবাদ ছড়িয়ে পড়লে পুলিশ কুমুদিনী হাজংকে গ্রেফতার না করেই প্রস্থান করে। পরবর্তীতে স্বামীর সাথে কুমুদিনীও আন্দোলনে সক্রিয়ভাবে নেতৃত্ব প্রদান করেন।[৭]

পুরস্কার ও সম্মাননা সম্পাদনা

মৃত্যু সম্পাদনা

২০২৪ সালের ২৩ মার্চ বহেরাতলীতে নিজ গ্রামে কুমুদিনী মৃত্যুবরণ করেন।[১][২][৩]

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. প্রতিনিধি (২০২৪-০৩-২৩)। "টংক আন্দোলনের নেত্রী কুমুদিনী হাজং মারা গেছেন"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৩ 
  2. Pratidin, Bangladesh (২০২৪-০৩-২৩)। "টংক আন্দোলনের নেত্রী কুমুদিনী হাজং আর নেই"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৩ 
  3. "টংক আন্দোলনের নেত্রী কুমুদিনী হাজং আর নেই"ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৩ 
  4. "বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪২তম বার্ষিক সভা ২০১৯"। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২৪ 
  5. Correspondent, Our (২৪ মার্চ ২০২৪)। "Tonko Rebellion leader Kumudini Hajong dies at 94"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২৪ 
  6. "টংক আন্দোলনের নেত্রী কুমুদিনী হাজং"kullagoraup.netrokona.gov.bd। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২৪ 
  7. চ্যাপ্টার, উইমেন। "কুমুদিনী হাজং: নারীর সংগ্রামী ইতিহাসের সাক্ষী"Women Chapter (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৩ 
  8. "42nd Annual Meeting of the General Council of Bangla Academy 2019"banglaacademy.gov.bd। Bangla Academy। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২৪ 
  9. "যেমন আছেন কুমুদিনী হাজং"Prothomalo। ১৮ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২৪