কুকটাউন ইন্ডেপেন্ডেন্ট

দ্য কুকটাউন ইন্ডিপেনডেন্ট কুকটাউন, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একটি লুপ্ত সংবাদপত্র। পত্রিকাটির প্রকাশনার ক্ষেত্রে নাম ও মালিকানা পরিবর্তনের ঘটনা ঘটেছে।

দ্য কুকটাউন ইন্ডিপেনডেন্ট
মালিককুকটাউন ইন্ডিপেনডেন্ট নিউজপেপার কোম্পানি
প্রতিষ্ঠাকাল৬ জুন ১৮৮৪
ভাষাইংরেজি
প্রকাশনা স্থগিত১৯৪৭
সদর দপ্তরকুকটাউন, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া

ইতিহাস সম্পাদনা

কুকটাউন ইন্ডিপেনডেন্ট ১৮৮৪ সালের ৬ জুন কুকটাউন ইন্ডিপেনডেন্ট নিউজপেপার কোম্পানির মালিকানায় সম্পাদক জেমস ফাউলার দ্বারা কুকটাউনে প্রথম প্রকাশিত হয়েছিল।[১] ১৯৩৭ সালে, এটি নাম পরিবর্তন করে কুকটাউন ইন্ডিপেনডেন্ট এন্ড নর্দার্ন সান হয়। ১৯৩৯ সালের নভেম্বর থেকে ১৯৪৭ পর্যন্ত, এটি কুইন্সল্যান্ডের মসম্যান হতে নর্দার্ন বুমেরাং শিরোনামে প্রকাশিত হয়েছিল।[২] ১৯৪৭ সালের নভেম্বরে ব্রায়ান কিঘলি-জেরার্ডি কুইন্সল্যান্ডের মুরগন হতে সম্পূর্ণ নতুন পত্রিকা মুরগন এডভারটাইজার চালু করার জন্য এটির মুদ্রন কারখানা কিনে নিলে এটির প্রকাশনা বন্ধ হয়ে যায়।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Untitled"The Brisbane Courier। XXXVIII। Queensland, Australia। ১৪ জুন ১৮৮৪। পৃষ্ঠা 5। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৭ – National Library of Australia-এর মাধ্যমে। 
  2. "MOSSMAN AND DISTRICT NOTES."Townsville Daily BulletinLXI। Queensland, Australia। ২৫ নভেম্বর ১৯৩৯। পৃষ্ঠা 12। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৭ – National Library of Australia-এর মাধ্যমে। 
  3. "Newspaper For Murgon"Maryborough Chronicle। Queensland, Australia। ১ নভেম্বর ১৯৪৭। পৃষ্ঠা 9। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৭ – National Library of Australia-এর মাধ্যমে।