কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসা

কুষ্টিয়া জেলার কামিল মাদ্রাসা

কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসা খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার সদর উপজেলার একটি খ্যাতনামা আলিয়া মাদ্রাসা।[১] এটা কুষ্টিয়া জেলার প্রধান মাদ্রাসা হওয়ায় কুষ্টিয়া আলিয়া মাদ্রাসা নামেও পরিচিত। এটি কুষ্টিয়া শহরে অবস্থিত একমাত্র কামিল মাদ্রাসা।[২] ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা উত্তরবঙ্গের মধ্যে অন্যতম প্রধান মাদ্রাসা। বর্তমানে প্রাথমিক পর্যায় ইবতেদায়ী থেকে সর্বোচ্চ পর্যায় কামিল পর্যন্ত সব শ্রেণী এই মাদ্রাসায় রয়েছে।[৩] ফলাফলের দিক থেকে এই মাদ্রাসার সুনাম রয়েছে।

কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসা
২৫০পিএক্স
মাদ্রাসার একাডেমিক ভবন
ধরনএমপিওভুক্ত
স্থাপিত১ জানুয়ারি ১৯৫৫; ৬৯ বছর আগে (1955-01-01)
ধর্মীয় অধিভুক্তি
ইসলাম
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
অধ্যক্ষতারিকুর রহমান
ঠিকানা
বড় বাজার মাদ্রাসা গলি
, ,
৭০০০
,
২৩°৫৪′২০″ উত্তর ৮৯°০৮′২৩″ পূর্ব / ২৩.৯০৫৬৬৮৫° উত্তর ৮৯.১৩৯৬১৪৪° পূর্ব / 23.9056685; 89.1396144
শিক্ষাঙ্গনশহুরে, ১.৩৪ একর (৫,৪০০ মি)
ভাষাবাংলা, আরবি
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

১৯৫৫ সালে কুষ্টিয়া মানুষের ইসলামি ও আধুনিক উচ্চ শিক্ষার সুবিধার জন্য কুষ্টিয়াতে কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এই মাদ্রাসা কুষ্টিয়া জেলায় অবস্থিত হওয়ার কারনে ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সাথে একটি যোগাযোগ রয়েছে।[৪]

শিক্ষা কার্যক্রম সম্পাদনা

কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসায় ইবতেদায়ী থেকে শুরু করে আলিয়া মাদ্রাসার সর্বোচ্চ পর্যায় কামিল শ্রেণী পর্যন্ত রয়েছে। এই মাদ্রাসার দাখিল ও আলিম পর্যায়ে বিজ্ঞান ও মানবিক উভয় শাখা রয়েছে। এবং ফাজিল ও পর্যায়ে আল কুরআন ও ইসলামি অধ্যয়ন, আল হাদিস ও ইসলামি অধ্যয়ন, দাওয়াহ প্রভৃতি বিভাগ চালু আছে। এছাড়াও কামিল পর্যায়ে আল কুরআন ও আল হাদিস নিয়ে উচ্চ পড়াশোনা ও গবেষণার সুযোগ রয়েছে।

সুযোগ-সুবিধা সম্পাদনা

এই মাদ্রাসা আধুনিক সকল সুযোগ সুবিধা সম্পন্ন একটি মাদ্রাসা। ছাত্রদের খেলার মাঠ, পড়াশোনার জন্য লাইব্রেরী, মেয়েদের অবসর কাটানোর জন্য কমন রুম সহ বিভিন্ন সুবিধা রয়েছে।

খেলার মাঠ সম্পাদনা

কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসার চারিদিকে দেয়ালের মাঝখানে শিক্ষার্থীদের খেলার জন্য সুবিশাল মাঠ রয়েছে। এখানে অবসর সময়ে ও পাঠদান শেষে মাদ্রাসার ছাত্ররা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা এখানে খেলা-ধুলা করে থাকে। এই মাদ্রাসার ছাত্ররা খেলা-ধুলায় অগ্রগণ্য। বেশিরভাগ সময় ছাত্ররা ক্রিকেট, ফুটবল ও ভলিবল খেলে থাকে।

গ্রন্থাগার সম্পাদনা

মাদ্রাসার সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত লাইব্রেরী রয়েছে। দাখিল থেকে শুরু করে কামিল পর্যায়ের সকল শিক্ষার্থীরা এখান থেকে বই ধার নিয়ে পড়াশোনা করতে পারে। ফাজিল ও কামিল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশেষ উচ্চতর গবেষণাধর্মী বই রয়েছে।

বিজ্ঞানাগার সম্পাদনা

মাদ্রাসার বিজ্ঞান বিভাগের ছাত্রদের গবেষণা ও ল্যাব ক্লাস করার জন্য মাদ্রাসায় বিজ্ঞানানার প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে ছাত্ররা পাঠদান সময়ে ও অবসর সময়ে গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা করতে পারে। ২০২০ সালে এই মাদ্রাসা বিজ্ঞানাগার উন্নয়নের জন্য ৬৫০০০ টাকা বাজেট পায়।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কুওয়াতুল মাদ্রাসার সরকারি বিজ্ঞপ্তি" (পিডিএফ)বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২১ 
  2. প্রতিবেদক, নিজস্ব। "এসএসসি পরীক্ষা হরতালের আওতামুক্ত রাখার দাবি"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১২ 
  3. "Kuatul Islam Kamil Madrasha, Kushtia - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১২ 
  4. "ইবি'র ফাযিল শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত"bangla.bdnews24.com। ২০২১-০৭-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১২ 
  5. "বিজ্ঞানাগার বাজেটের অন্তর্ভুক্ত মাদ্রাসার তালিকা" (পিডিএফ)বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২১