কার্লোস আলবার্তো পেরেইরা

ব্রাজিলীয় ফুটবলার

কার্লোস আলবার্তো পেরেইরা (ইংরেজি: Carlos Alberto Gomes Parreira) (জন্ম: ২৭ ফেব্রুয়ারি, ১৯৪২) ১৯৯৪ সালের বিশ্বকাপ ফুটবল জয়ী ব্রাজিল দলের ম্যানেজার ছিলেন। ২০১০ বিশ্বকাপে তিনি স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কোচের দায়িত্ব পালন করেন।

কার্লোস আলবার্তো পেরেইরা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম কার্লোস আলবার্তো গোমেজ পেরেইরা
পরিচালিত দল
বছর দল
১৯৬৭–১৯৬৮ সাও ক্রিস্টোভাও
১৯৬৮ এসান্তে কোতোকো
১৯৬৮–১৯৭৫ ঘানা
১৯৭৫–১৯৭৮ ফ্লুমিনিজ
১৯৭৮–১৯৮৩ কুয়েত
১৯৮৩–১৯৮৪ ব্রাজিল
১৯৮৪–১৯৮৫ ফ্লুমিনিজ
১৯৮৫–১৯৮৮ সংযুক্ত আরব আমিরাত
১৯৮৮–১৯৯০ সৌদি আরব
১৯৯০–১৯৯১ সংযুক্ত আরব আমিরাত
১৯৯১ ব্রাগানটিনো
১৯৯১–১৯৯৪ ব্রাজিল
১৯৯৪–১৯৯৫ ভালেনসিয়া
১৯৯৫–১৯৯৬ ফেনারবাসে
১৯৯৬ সাও পাওলো
১৯৯৭ মেট্রোস্টার্স
১৯৯৮–১৯৯৯ সৌদি আরব
১৯৯৯–২০০০ ফ্লুমিনিজ
২০০০ এথলেটিকো মিনেইরো
২০০০ সান্তোস
২০০১–২০০২ ইন্টারনেশিওনাল
২০০২–২০০৩ করিন্থিয়াস
২০০৩–২০০৬ ব্রাজিল
২০০৭–২০০৮ দক্ষিণ আফ্রিকা
২০০৯ ফ্লুমিনিজ
২০০৯–২০১০ দক্ষিণ আফ্রিকা

কোচিং ক্যারিয়ার সম্পাদনা

পাঁচটি ফুটবল বিশ্বকাপে পাহেইরা কোচ হিসেবে অংশগ্রহণ করেন। স্পেনে অনুষ্ঠিত ১৯৮২ সালের বিশ্বকাপে কুয়েতকে দিয়ে সূচনা। ১৯৯০ বিশ্বকাপে তিনি সংযুক্ত আরব আমিরাতের কোচের দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালের বিশ্বকাপে তিনি সৌদি আরবের দায়িত্বে ছিলেন। ব্রাজিল দলকে নিয়ে বিশ্বকাপে অংশ নিয়েছেন দু'বার। ১৯৯৪ বিশ্বকাপে ব্রাজিল চ্যাম্পিয়ন হলেও ২০০৬ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ফ্রান্সের কাছে পরাজিত হয়ে বিদায় নেয়। ২০১০ বিশ্বকাপে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে সর্বশেষ দায়িত্ব পালন করেন।

১৯৯৮ সালের বিশ্বকাপ চলাকালীন অবস্থাতেই তিনি সৌদি আরবের কোচের পদ থেকে বরখাস্ত হন।

বহিঃসংযোগ সম্পাদনা