কামাল আহমেদ মজুমদার

বাংলাদেশী রাজনীতিবিদ

কামাল আহমেদ মজুমদার (জন্ম: ৩ মার্চ, ১৯৫০) বাংলাদেশের ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য। তিনি ১৯৯৬, ২০০৯,২০১৪ ও ২০১৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। [১]

কামাল আহমেদ মজুমদার
জাতীয় সংসদ
কাজের মেয়াদ
২০০৪ – বর্তমান
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1950-03-03) ৩ মার্চ ১৯৫০ (বয়স ৭৪)
ফেনী জেলা, বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ

জন্ম ও শিক্ষাজীবন সম্পাদনা

কামাল আহমেদের পৈতৃক বাড়ি ফেনী জেলার পরশুরাম উপজেলার ভারতের সীমান্তবর্তী নিজ কালিকাপুর গ্রামে। তার পিতা ছিলেন একজন সম্মানীয় আলেম। তিনি স্নাতক পাশ করেছেন। এলাকায় প্রায় প্রতিবছরই উনি ওনার মা-বাবার নামে জেয়াফত পালন করেন। দাওয়াত দেওয়া হয় বৃহত্তর পরশুরাম উপজেলার সকল গরিব-দুঃখীদের

কর্মজীবন সম্পাদনা

পেশায় ব্যবসায়ী কামাল আহমেদ মজুমদার রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত আছেন। তিনি চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি মোহনা টিভির চেয়ারম্যান।[২] তিনি শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. ঢাকা-১৫, কামাল আহমেদ মজুমদার। "Constituency 188_10th_Bn"www.parliament.gov.bd। ২০১৯-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-০৭ 
  2. mamun, abdullah (২০১৮-১২-১১T২০:৫১:৩৫+০৬:০০)। "নির্বাচনে ছয় টিভি চ্যানেল মালিক" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ 2023-03-14  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

বহি:সংযোগ সম্পাদনা