কান্তিপুর টেলিভিশন

নেপালি টেলিভিশন চ্যানেল

কান্তিপুর টেলিভিশন, কেটিভি নামে খ্যাত, নেপালের কাঠমান্ডুতে অবস্থিত একটি বেসরকারী টেলিভিশন স্টেশন।[১] এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হলেন কৈলাশ সিরোহিয়া। ২০০৩ সালের জুলাইয়ে চালু হওয়া কেটিভি পার্থিব এবং উপগ্রহ ভিত্তিক সম্প্রচারের জন্য লাইসেন্সপ্রাপ্ত।[২][৩][৪]

কান্তিপুর টেলিভিশন
উদ্বোধনজুলাই ২০০৩
মালিকানাকান্তিপুর টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড
চিত্রের বিন্যাস১৬:৯ (১০৮০আই, এইচডি টিভি)
দেশনেপাল
প্রচারের স্থাননেপাল এবং বিদেশ
প্রধান কার্যালয়সুবিধানগর, কাঠমান্ডু, নেপাল
ওয়েবসাইটkantipurtv.com
প্রাপ্তিস্থান
কৃত্রিম উপগ্রহ
ডিশ হোম
(নেপাল)
চ্যানেল ১৩১ (এসডি)
চ্যানেল ৯৮৪ (এইচডি)
ক্যাবল
স্ট্রিমিং মিডিয়া
কান্তিপুর টেলিভিশনhttps://kantipurtv.com/live

কান্তিপুর টেলিভিশনের প্রধান কার্যালয় টিঙ্কুনে অবস্থিত

কেটিভি ১২ জুলাই ২০১৭ এর ১৪ তম বার্ষিকী পালন করেছে। সংস্থাটি ফেব্রুয়ারি ২০১৫ থেকে কান্তিপুর গোল্ড নামে পরবর্তী সহযোগী চ্যানেলটি পরিচালনা করা শুরু করে। তবে চ্যানেল কান্তিপুর গোল্ড ডিসেম্বর ২০১৬ থেকে বন্ধ হয়ে গেছে। বার্ষিকীতে, অনেক সাংবাদিক এবং সংস্থার সেরা কর্মীদের পুরস্কৃত করা হয়েছিল। নেটওয়ার্কটি ১৪ ডিসেম্বর ২০১৭ থেকে এইচডি তে সম্প্রচার শুরু করে।

সহযোগী সাংবাদিক সম্পাদনা

  • প্রশান্ত আরিয়াল [৫]  - সম্পাদক প্রধান ইন চীফ
  • রাম বাহাদুর রাওয়াল [৬]  -

খবর সমন্বয়কারী

সংবাদ উপস্থাপক সম্পাদনা

নেপালি ভাষার জন্য

  • রুপেশ শ্রেষ্ঠা
  • নিমেশ বানজাদে
  • বিকাশ ঠাপলিয়া
  • অনিতা শাহ
  • সাজনা তামাং
  • শ্রদ্ধা আড়িয়াল
  • শ্রী পান্ডে
  • সাবিনা কারকি (সংবাদ উপস্থাপক)
  • রুবিনা কারকি

ইংরেজি ভাষার জন্য

  • আমার প্রধান
  • অভিদেব শ্রেষ্ঠা
  • সারা সপসানামা রাই
  • বিপাশনা তামাং
  • সারা চিত্রকর

ক্রীড়া সাংবাদিক সম্পাদনা

  • কিশান ভান্ডারী
  • রওশন বাহাদুর সিং
  • সাবিনা কারকি

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সম্পাদনা

সামাজিক মাধ্যম
কান্তিপুর টিভি ফেসবুক
কান্তিপুর টিভি ইউটিউব
কান্তিপুর টিভি ইনস্টাগ্রাম
কান্তিপুর টিভি টুইটার

অনুষ্ঠানের তালিকা সম্পাদনা

কার্যক্রম ধরণ
তাল বিনোদন
ফোন করুন কান্তিপুরে বিনোদন
গানের ভিডিও সংগীত
বালিয়ো ঘর পুনর্গঠন ভিত্তিক
দ্বৈত সমস্যা বিনোদন
হারকে হালদার বিনোদন
দিতা সব বিনোদন
বিবিসি সাজহা সাওয়াল বর্তমান ঘটনা
কান্তিপুর আজা বর্তমান ঘটনা
দমকল বর্তমান ঘটনা
সরোকার সংবাদ এবং রাজনীতি
স্কোরবোর্ড খেলাধুলা
রজতপট বিনোদন
কিলো টাঙ্গো মাইক পুলিশ পদ্ধতিগত নাটক
জীবন সুন্দর বিনোদন
সংগীত মেলা বিনোদন
ঝুম ঘাম বিনোদন
কাউন্টডাউন কান্তিপুর বিনোদন
দিশা নির্দশ বর্তমান ঘটনা
উত্থান এবং চকমক মর্নিং শো
ইংরেজিতে খবর খবর
নেপালি ভাষায় খবর খবর
সামকুধ বর্তমান ঘটনা
পরিবর্তন বর্তমান ঘটনা
কি ফ্লপ কৌতুক
ফ্রেম দ্বারা ফ্রেম কুলিউডের সংবাদ এবং বিনোদন
কাউন্টডাউন কান্তিপুর সংগীত
টিফিন বক্স সংগীত
২ পিএম চলচ্চিত্র চলচ্চিত্র
এম অ্যান্ড এস নেপাল সাপ্তাহিক পত্রিকা
যোধা অকবার বীরবল তানসেন মুগাল নাটক
টোভ্কা টুক্কা রিটার্নস কৌতুক
এখানে জীবন থেকে বিনোদন
গুড মর্নিং নেপাল মর্নিং শো
২০২০ সাল থেকে কমেডি চ্যাম্পিয়ন আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান
ইজ মাই শো বিনোদন টেবিল টক শো

লোগো সম্পাদনা

 
কান্তিপুর টিভি এইচডি লোগো (২০১৭ – বর্তমান)
 
প্রথম কান্তিপুর টিভি লোগো (২০০৩-২০১৭)

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Watch Kantipur Television Live Online"। Lumbini Media। 
  2. "Kantipur Television Network Pvt. Ltd. – ABU" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৭ 
  3. "Nepal Kantipur Television (KTV) talk show Naya Sambidha (New Constitution)"ConstitutionNet (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৭ 
  4. "Kantipur TV, ekantipur to broadcast National Futsal League live"kathmandupost.com (English ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৭ 
  5. Prashant Aryal
  6. Ram Bahadur Rawal

বহিঃসংযোগ সম্পাদনা