কাদিগড় জাতীয় উদ্যান

বাংলাদেশের একটি জাতীয় উদ্যান

কাদিগড় জাতীয় উদ্যান বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় বিস্তৃত একটি জাতীয় উদ্যান।[১][২] ২০১০ সালের ২৪ অক্টোবর এটি প্রতিষ্ঠিত হয়। ৩৪৪.১৩ হেক্টর জমি নিয়ে এই জাতীয় উদ্যানটি গঠিত।[৩]

কাদিগড় জাতীয় উদ্যান
ময়মনসিংহের ভালুকায় অবস্থিত কাদিগড় জাতীয় উদ্যানের একটি ছবি
মানচিত্র কাদিগড় জাতীয় উদ্যানের অবস্থান দেখাচ্ছে
মানচিত্র কাদিগড় জাতীয় উদ্যানের অবস্থান দেখাচ্ছে
বাংলাদেশে অবস্থান
অবস্থানকাচিনা,ভালুকা, ময়মনসিংহ বিভাগ, বাংলাদেশ
নিকটবর্তী শহরভালুকা
স্থানাঙ্ক২৪°২০′১৮″ উত্তর ৯০°১৯′৪২″ পূর্ব / ২৪.৩৩৮৪২৯° উত্তর ৯০.৩২৮৩৯৩° পূর্ব / 24.338429; 90.328393
আয়তন৩৪৪.১৩ হেক্টর
স্থাপিত২০১০

অবস্থান সম্পাদনা

এই উদ্যানটি ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের সিডষ্টোর বাজার টু সখিপুর রাস্তার কাচিনা বাজার হইতে প্রায় ১ কিঃ মিঃ উত্তরে পালগাও চৌরাস্তার পাশে, কাচিনা গ্রামের উত্তর এবং পালগাও গ্রামের পূর্ব দিকে অবস্থিত।[৪]

হুমকি সম্পাদনা

কাদিগড় জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী কাচিনা, বাটাজোর, পালগাঁও, তামাট ও ডাকুরিয়া গ্রামে বন বিভাগের নীতিমালাকে লঙ্ঘন করে বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে ১৫টি করতকল। আর এসব করাতকলে অনবরত চলছে প্রকাশ্য দিবালোকে ও রাতের আঁধারে শাল বনের বড় বড় গাছ কেটে কাঠ চেরাই। আর সেই চেরাই কাঠ করে আশপাশ এলাকার বাজারে অবস্থিত আসবাবপত্রের দোকানে হচ্ছে বিক্রি।[৫]

চিত্রশালা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বার্ষিক প্রতিবেদন ২০১৮-১৯" (পিডিএফ)বন অধিদপ্তর। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২১ 
  2. "বার্ষিক প্রতিবেদন ২০১৭-১৮" (পিডিএফ)বন অধিদপ্তর। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২১ 
  3. "Protected Areas of Bangladesh"। বাংলাদেশ বন বিভাগ। ১৭ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ২৬, ২০১৩ 
  4. "দর্শনীয় স্থান"। kachinaup.mymensingh.gov.bd। ২১ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৫ 
  5. "ভালুকায় অবৈধ স'মিলের ছড়াছড়ি"যুগান্তর। ঢাকা: সালমা ইসলাম। ১৩ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২০১৭-০২-০৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]