কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন

কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন হল কাতারে ক্রিকেট খেলার সরকারী নিয়ন্ত্রক সংস্থা । এর বর্তমান সদর দপ্তর কাতারের দোহায় অবস্থিত। কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন হল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে কাতারের প্রতিনিধি এবং এটি একটি সহযোগী সদস্য [১] এবং ২০০০ সাল থেকে সেই সংস্থার সদস্য। এটি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্যও।

কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন
ক্রীড়াক্রিকেট
কার্যক্ষেত্রজাতীয়
অধিভুক্ত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি )
সদর দফতরদোহা, কাতার
প্রশিক্ষকআব্দুল্লা খান
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
www.qatarcricketassociation.org
কাতার

সম্প্রতি মালয়েশিয়ায় অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে অংশ নেয় কাতার।

কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন ২০১৯ সালের শেষের দিকে দেশের প্রথম টি১০ লিগের আয়োজন করে [২] প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদি আইসিসি অনুমোদিত টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। [৩] কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন কাতার ক্রিকেট পরিচালনার সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।

হোম গ্রাউন্ড সম্পাদনা

ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম হল দোহায় অবস্থিত দলের একটি হোম মাঠ। এটি কাতারের প্রথম ক্রিকেট স্টেডিয়াম। ২০১৩ সালের জুন মাসে, এর প্রাঙ্গনে গ্র্যান্ড মল হাইপারমার্কেট খোলার মাধ্যমে মাঠটি ক্রিকেটের জন্য উন্মুক্ত করা হয়। স্টেডিয়ামে ১৩,০০০ জন বসতে পারে। ডিসেম্বর ২০১৩ জানুয়ারি ২০১৪-এ কাতারে প্রথমবারের মতো ত্রিদেশীয় মহিলাদের ওয়ানডে এবং টুয়েন্টি২০ চ্যাম্পিয়নশিপের আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছিল। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং আয়ারল্যান্ডের নারী আন্তর্জাতিক দল সাতটি চ্যাম্পিয়নশিপ ম্যাচে অংশগ্রহণ করে। এটি ছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক অনুমোদিত প্রথম চ্যাম্পিয়নশিপ। [৪]

২০১৫ সালে, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে খেলা পাকিস্তান সুপার লিগের ম্যাচগুলির ১ম সংস্করণের আয়োজন করার জন্য স্টেডিয়ামটিকে নির্বাচিত করা হয়েছিল [৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Ireland and Afghanistan ICC newest full members amid wide-ranging governance reform"International Cricket Council। ২২ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৮ 
  2. "QCA set to launch T10 League; gets ICC clearance"The Peninsula। ২৮ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৯ 
  3. "Shahid Afridi announced as brand ambassador for T10 Cricket League of Qatar"। ২৮ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৯ 
  4. qatarliving
  5. "PSL venue"। ১৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৫ 

বাহ্যিক লিঙ্ক সম্পাদনা