কাঠালতলী (কাঁঠালতলী নামেও পরিচিত) বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি দ্বিধা-বিভক্ত গ্রাম। এটি সিলেটের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর দক্ষিণভাগ ইউনিয়নের অন্তর্ভুক্ত।[১]

কাঠালতলী
কাঁঠালতলী
গ্রাম
বাংলাদেশের মানচিত্রে অবস্থান
বাংলাদেশের মানচিত্রে অবস্থান
কাঠালতলী
বাংলাদেশের মানচিত্রে অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪০′২৩″ উত্তর ৯২°১০′৩০″ পূর্ব / ২৪.৬৭৩১৯০° উত্তর ৯২.১৭৫০০৬° পূর্ব / 24.673190; 92.175006
দেশবাংলাদেশ
বিভাগসিলেট
জেলামৌলভীবাজার
উপজেলাবড়লেখা
ইউনিয়নদক্ষিণভাগ উত্তর
ওয়ার্ড৪ ও ৫ নং
জনসংখ্যা
 • মোট৩,১৬২
সময় অঞ্চলবাংলাদেশ সময় (ইউটিসি+০৬:০০)

ভৌগোলিক অবস্থা ও জনসংখ্যা সম্পাদনা

কাঠালতলী গ্রামটি উত্তর ও দক্ষিণ দুইভাগে বিভক্ত। গ্রামে একটি রেলওয়ে স্টেশন রয়েছে। মাধবকুণ্ড ইকোপার্কজলপ্রপাত থেকে কাঠালতলীর দূরত্ব প্রায় ৮ কিলোমিটার।

গ্রামের মোট জনসংখ্যা ৩,১৬২, যার মধ্যে ১,৫৪৫ জন দক্ষিণ কাঠালতলী এবং ১,৬১৭ জন উত্তর কাঠালতলীতে বাস করেন।[২] উত্তর কাঠালতলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে অবস্থিত হলেও দক্ষিণ কাঠালতলী ৫ নং ওয়ার্ডে অবস্থিত। কাঠালতলী গ্রামে তিনটি মসজিদ ও একটি ইদগাহ রয়েছে। "কাঠালতলী ক্রিকেট ক্লাব" এবং "সোনার বাংলা ক্রিকেট ক্লাব" নামে দুইটি ক্রীড়া সংগঠন রয়েছে।

ইতিহাস সম্পাদনা

১৯২৯ সালে কাঠালতলী গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে সরকারিকরণ করা হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Population Census 2011: Maulvibazar Table C-01" (পিডিএফ)Bangladesh Bureau of Statistics। অক্টোবর ১০, ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১১, ২০১৪ 
  2. "গ্রামভিত্তিক লোকসংখ্যা"Dakshinbhag North Union। ১৯ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২০