কাজলি

মাছের প্রজাতি

কাজলি (বৈজ্ঞানিক নাম: Ailiichthys punctata) (ইংরেজি: Jamuna ailia) Schilbeidae পরিবারের Ailiichthys গণের একটি স্বাদুপানির মাছ

কাজলি
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণী জগৎ
পর্ব: কর্ডাটা
শ্রেণী: Actinopterygii
বর্গ: Siluriformes
পরিবার: Schilbeidae
গণ: Ailiichthys
Day, 1872
প্রজাতি: A. punctata
দ্বিপদী নাম
Ailiichthys punctata
Day, 1872

বিবরণ সম্পাদনা

এরা আকারে ছোট ধরনের চ্যপ্টা মাছ এটি মিঠা পানির মাছ, যার দৈঘ্য প্রায় ১০ সেন্টিমিটার। এই মাছ সাধারণত নদী, খাল এবং বিল এ পাওয়া যায়। তবে কাজলি মাছ পুকুর এ চাষ করা যায় না।

বিস্তৃতি সম্পাদনা

যা সচরাচর ভারত, বাংলাদেশ, পাকিস্তান, প্রভৃতি দেশের স্থানীয় মাছ হিসেবে পরিচিত।[২]

বাংলাদেশে বর্তমান অবস্থা এবং সংরক্ষণ সম্পাদনা

আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি বাংলাদেশে আশংকাজনক হিসেবে বিবেচিত।কাজলি মাছ বাংলাদেশের বরকল উপজেলা,রাংগামাটি পার্বত্য জেলায় সবচেয়ে বেশি পাওয়া যায়। [৩]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Ng, H.H. (২০১০)। "Ailia punctata"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2014.1প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৪ 
  2. http://en.bdfish.org/2011/06/jamuna-ailia-ailiichthys-punctata-day-1872/
  3. এ কে আতাউর রহমান, ফারহানা রুমা (অক্টোবর ২০০৯)। "স্বাদুপানির মাছ"। আহমেদ, জিয়া উদ্দিন; আবু তৈয়ব, আবু আহমদ; হুমায়ুন কবির, সৈয়দ মোহাম্মদ; আহমাদ, মোনাওয়ার। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ২৩ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ১৫৮–১৫৯। আইএসবিএন 984-30000-0286-0 |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)