কাচালং সরকারি ডিগ্রি কলেজ

রাঙামাটির একটি সরকারি কলেজ

কাচালং সরকারি ডিগ্রি কলেজ বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৮২ সালে প্রতিষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও ডিগ্রি পর্যায়ের সার্টিফিকেট প্রদান করে।[১]

কাচালং সরকারি ডিগ্রি কলেজ
অবস্থান
, ,
তথ্য
বিদ্যালয়ের ধরনসরকারি
প্রতিষ্ঠাকাল৩০ জুন ১৯৮২ (1982-06-30)
অবস্থাসক্রিয়
বিদ্যালয় বোর্ডজাতীয় বিশ্ববিদ্যালয়
বিদ্যালয় জেলারাঙ্গামাটি
ইআইআইএন১০৭৬৮৫
 • ১১শ শ্রেণীহ্যাঁ
 • ১২শ শ্রেণীহ্যাঁ
ভাষাবাংলা, ইংরেজি
অন্তর্ভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটkachalongcollege.edu.gov.bd

বিবরণ সম্পাদনা

কলেজটি ১৯৮২ সালে উচ্চ মাধ্যমিক কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয় ও ১৯৯৩ সালে বি.এ(পাস) কোর্স খোলা হয়। ১ জুলাই ১৯৯৩ (1993-07-01) তারিখে কলেজটিকে প্রথম এমপিওভুক্ত করা হয়।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কাচালং সরকারি ডিগ্রি কলেজ"বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ সম্পাদনা