কাইতো কামিয়া

জাপানি ফুটবল খেলোয়াড়

কাইতো কামিয়া (জাপানি: 神谷 凱士, ইংরেজি: Kaito Kamiya; জন্ম: ১৬ জুন ১৯৯৭) হলেন একজন জাপানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের তৃতীয় স্তর জে৩ লিগের ক্লাব ফুজিয়েদা মাইয়ের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১] তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

কাইতো কামিয়া
ব্যক্তিগত তথ্য
জন্ম (1997-06-16) ১৬ জুন ১৯৯৭ (বয়স ২৬)
জন্ম স্থান আইচি, জাপান
উচ্চতা ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ফুজিয়েদা মাই
(কাওয়াসাকি ফ্রোন্তালে হতে ধারে)
জার্সি নম্বর ১৬
যুব পর্যায়
নিশিও
হোপেরো কারিয়া
২০১৩–২০১৫ টোকিও গাকুয়েন হাই স্কুল
২০১৬–২০১৯ তোকাই গাকুয়েন বিশ্ববিদ্যালয়
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০২০–কাওয়াসাকি ফ্রোন্তালে (ধার) (০)
২০২২– ফুজিয়েদা মাই (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৫:৪৯, ২৯ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

কাইতো কামিয়া ১৯৯৭ সালের ১৬ই জুন তারিখে জাপানের আইচিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Fujieda MYFC vs. Nagano Parceiro - 19 March 2022"Soccerway। ১৯ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা