ও আমার দেশের মাটি

গান

ও আমার দেশের মাটি একটি রবীন্দ্রসঙ্গীত। এটি একটি দেশাত্মবোধক গান। এটির রচনাকাল ১৯০৫ খ্রিস্টাব্দে (১৩১২ বঙ্গাব্দ)। গানটির স্বরলিপিকার ইন্দিরা দেবী চৌধুরাণী[১] এই গানটি বঙ্গভঙ্গ রোধ আন্দোলনের সমর্থনে লেখা হয়েছিল।[২][৩]

"ও আমার দেশের মাটি"
রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক সঙ্গীত
রেকর্ডকৃত১৯০৫
ধারারবীন্দ্রসঙ্গীত
গান লেখকরবীন্দ্রনাথ ঠাকুর
সুরকাররবীন্দ্রনাথ ঠাকুর

পাঠ সম্পাদনা

ও আমার দেশের মাটি, তোমার 'পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা॥

তুমি মিশেছ মোর দেহের সনে,
তুমি মিলেছ মোর প্রাণে মনে,
তোমার ওই শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা॥

ওগো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে।।
তোমার 'পরে খেলা আমার দুঃখে সুখে।
তুমি অন্ন মুখে তুলে দিলে,
তুমি শীতল জলে জুড়াইলে,
তুমি যে সকল-সহা সকল-বহা মাতার মাতা॥

ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা
তবু জানি নে-যে কী বা তোমায় দিয়েছি মা!
আমার জনম গেল বৃথা কাজে,
আমি কাটানু দিন ঘরের মাঝে--
তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা॥

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Song o amar desher mati | Lyric and History"www.geetabitan.com। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৮ 
  2. সেন, কৃষ্ণ (২০১৭)। "1910 and the Evolution of Rabindranath Tagore's Vernacular Nationalism"। তুতেজা, কে. এল.; চক্রবর্তী, কৌস্তভ। Tagore and Nationalism (ইংরেজি ভাষায়)। স্প্রিঙ্গার। পৃষ্ঠা ৪২। আইএসবিএন 9788132236962 
  3. "বঙ্গভঙ্গ আন্দোলন ও রবীন্দ্রনাথ"arts.bdnews24.com। ৬ আগস্ট ২০১২। ১ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০২০