ওহ মাই কটাবুলে

২০২০-এর তামিল চলচ্চিত্র

ওহ মাই কটাবুলে (অনু. হে আমার সৃষ্টিকর্তা, তামিল: ஓ மை கடவுளே) হলো ২০২০ সালের একটি ভারতীয় তামিল ভাষার প্রণয়ধর্মী কল্পকাহিনী চলচ্চিত্র। এটি রচনা ও পরিচালনা করেছেন অশ্বথ মারিমুথু, চলচ্চিত্রটির মাধ্যমে তিনি পরিচালনায় অভিষেক করেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অশোক সেলভান, রিতিকা সিংবাণী ভজন[২] চলচ্চিত্রটি ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।[৩] ২০২০ সালে অনুষ্ঠিত টরন্টোতে আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল স্ক্রিনিংয়ের জন্য নির্বাচিত হয়েছিল চলচ্চিত্রটি।

ওহ মাই কটাবুলে
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকঅশ্বথ মারিমুথু
প্রযোজক
  • জি. দিল্লি বাবু
  • হ্যাপি হাই পিকচার্স
  • অশোক সেলভান
  • অবিনয়া সেলভাম
রচয়িতাঅশ্বথ মারিমুথু
শ্রেষ্ঠাংশে
সুরকারলিওন জেমস
চিত্রগ্রাহকবিধু আয়ান্না
সম্পাদকবুপতি সেলভারাজ
প্রযোজনা
কোম্পানি
হ্যাপি হাই পিকচার্স
পরিবেশক
  • শক্তি ফিল্ম ফ্যাক্টরি
  • অ্যাক্সেস ফিল্ম ফ্যাক্টরি
মুক্তি
  • ১৪ ফেব্রুয়ারি ২০২০ (2020-02-14)
স্থিতিকাল১৪৬ মিনিট[১]
দেশভারত
ভাষাতামিল

অভিনয়ে সম্পাদনা

 
ওহ মাই কটাবুলের সাফল্য সম্মেলনে রিতিকা সিংয়ের সাথে বাণী ভজন ও অশোক সেলভান
  • অশোক সেলভান — অর্জুন মারিমুথু, অনুর ভালো বন্ধু ও পরবর্তীতে তার স্বামী
  • রিতিকা সিং অনু পলরাজ, অর্জুনের ভালো বন্ধু এবং পরবর্তীতে তার স্ত্রী
  • বাণী ভজন — মীরা, স্কুলে অর্জুনের সিনিয়র ক্রাশ ও তার প্রাক্তন প্রেমের আগ্রহ
  • শা রা — মনি, অনু ও অর্জুনের ভালো বন্ধু
  • এম. এস. ভাস্কর — পলরাজ, অনুর বাবা
  • বিজয় সেতুপতি — কটাবুল
  • রমেশ তিলক — কটাবুল'র সহকারী
  • গজরাজ — মারিমুথু, অর্জুনের বাবা
  • সুজাতা বাবু রমেশ — অর্জুনের মা
  • সন্তোষ প্রতাপ — কৃষ্ণ, মীরার বয়ফ্রেন্ড, একজন বক্সার
  • ম্যাথু — অভিষেক বিনোদ, অনুর প্রাক্তন বাগদত্তা
  • অদিতি দিনেশ — স্বতী, মনি'র স্ত্রী
  • শরণ্যা — কৃষ্ণের বোন
  • গৌতম বসুদেব মেনন — স্বভূমিকায় (অতিথি উপস্থিতি)
  • সীমা — বিচারক (অতিথি উপস্থিতি)

সাউন্ডট্র্যাক সম্পাদনা

ওহ মাই কটাবুলে (অরিজিনাল মোশন পিকচার সাউন্ডট্র্যাক)
লিওন জেমস
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ৭ ফেব্রুয়ারি ২০২০
শব্দধারণের সময়২০১৯–২০২০
ঘরানাফিচার ফিল্ম সাউন্ডট্র্যাক
দৈর্ঘ্য২১:০১
ভাষাতামিল
সঙ্গীত প্রকাশনীসনি মিউজিক ইন্ডিয়া
প্রযোজকলিওন জেমস
লিওন জেমস কালক্রম
এলকেজি
(২০১৯)
ওহ মাই কটাবুলে (অরিজিনাল মোশন পিকচার সাউন্ডট্র্যাক)
(২০২০)
পাগাল
(২০২১)
বহিঃস্থ অডিও
  ইউটিউবে অফিসিয়াল অডিও জুকবক্স
ওহ মাই কটাবুলে থেকে একক গান
  1. "ফ্রেন্ডশিপ অ্যান্থেম"
    মুক্তির তারিখ: ৮ নভেম্বর ২০১৯
  2. "হাইয়ো হাইয়ো"
    মুক্তির তারিখ: ২২ নভেম্বর ২০১৯
  3. "কাধাইপ্পোমা"
    মুক্তির তারিখ: ৩ জানুয়ারি ২০২০
  4. "এন্নাদা লাইফ ইধু"
    মুক্তির তারিখ: ২৯ জানুয়ারি ২০২০

সকল গানের গীতিকার কো সেশা।

নং.শিরোনামসঙ্গীতশিল্পীদৈর্ঘ্য
১."হাইয়ো হাইয়ো"লিওন জেমস৩:২৯
২."কাধাইপ্পোমা"সিড শ্রীরাম৪:৪২
৩."ফ্রেন্ডশিপ অ্যান্থেম"অনিরুদ্ধ রবিচন্দ্রন, এম. এম. মানসী৩:৫২
৪."এন্নাদা লাইফ ইধু"সন্তোষ নারায়ণন২:৪১
৫."কাধল কোঝাপ্পুদ্ধে"লিওন জেমস, সঞ্জীব টি.৪:০৮
৬."হাইয়ো হাইয়ো" (রিমিক্স)লিওন জেমস২:০৯

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Oh My Kadavule Movie Review: It is this sensitivity that makes Oh My Kadavule refreshing"Times Of India (ইংরেজি ভাষায়)। ২০২০-০২-১৪। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৫ 
  2. "Vijay Sethupathi to do a cameo in 'Oh My Kadavule' - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৩ 
  3. "Oh My Kadavule"iifft.ca 

বহিঃসংযোগ সম্পাদনা