ওলগা পারেদেস

সমন্বয়কারী, বলিভিয়ার উইকিমিডিয়ান

ওলগা পারেদেস একজন বলিভীয় স্থপতি এবং উইকিপিডিয়ান। ২০২২ সালে বার্ষিক উইকিম্যানিয়া ২০২২ ইভেন্টে তিনি উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস কর্তৃক বর্ষসেরা উইকিমিডিয়ান নির্বাচিত হন। তিনি বলিভিয়ার ও লাতিন আমেরিকার প্রথম ব্যক্তি যিনি এই পুরস্কার অর্জন করেছেন।[১]

ওলগা পারেদেস
জন্ম১৯৮৪
জাতীয়তাবলিভীয়
পেশাউইকিপিডিয়া সম্পাদনা
পুরস্কারবর্ষসেরা উইকিমিডিয়ান (২০২২)

তিনি ইউনিভার্সিডাড মায়োর দে সান আন্দ্রেসের একজন স্থপতি। তিনি উইকিমেদিস্তাস দে বলিভিয়ার একজন সমন্বয়কারী,[২] পাশাপাশি তিনি উইকিমুহেরেস (উইকিনারী), হেওচিকাস-এর সাথে যুক্ত এবং ওপেনস্ট্রিটম্যাপে সম্পাদনা করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Olga Paredes, la primera boliviana que recibe el premio Wikimedista del Año"পাহিনা সিয়েতে। ২০২২-০৮-১৪। ২০২৩-০৭-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১৫ 
  2. "Bolivia se contagia de tecnología y feminismo"এলে দেবের (স্পেনীয় ভাষায়)। ২০১৭-১১-০৩। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১৫