এ কে এস উসগাঁওকার

ভারতীয় রাজনীতিবিদ

অচ্যুত কাশীনাথ সানাই উসগাঁওকার (আনু. ১৯২৮ - ১৬ জুন ২০২০) মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির একজন নেতা ছিলেন। তিনি ১৯৭৭ সালের ১৩ আগস্ট থেকে ২ এপ্রিল ১৯৭৯ পর্যন্ত গোয়া, দমন ও দিউয়ের মন্ত্রিসভায় শশীকলা ককোডকার মন্ত্রিপরিষদে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এর আগে উসগাঁওকার দয়ানন্দ বান্দোদকর মন্ত্রণালয়ে উপমন্ত্রী ছিলেন এবং গোয়া, দমন ও দিউ বিধানসভার উপ-স্পিকার হিসাবে ছিলেন।

ব্যক্তিগত জীবন সম্পাদনা

তিনি ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী বর্ষা উসগাঁওকারের পিতা। [১] তিনি পানজজি এলাকার মিরামারে বাস করতেন।

মৃত্যু সম্পাদনা

উসগাঁওকার দীর্ঘমেয়াদী অসুস্থতার কারণে ২০২০ সালের [২] ১৬ জুন বাঁশপল্লীর গোয়া মেডিকেল কলেজে মারা যান। [২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Goa's emerald eyed 'Sridevi'"www.navhindtimes.in। ২০১৪-০১-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "वर्षा उसगावकर यांचे वडिल अन् गोव्याचे माजी मंत्री अच्युत उसगावकर यांचे निधन"Lokmat (মারাঠি ভাষায়)। Panaji। ১৬ জুন ২০২০। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২০